ক্লান্ত শরীর বিষণ্ণ মন
অনুভবে ঝড় তোলে,
সেকি চলে গেছে দূরে
এতো সহজেই সে ভোলে!
অপেক্ষার প্রহরে আঁচড় কাটি
ভগ্ন হৃদয় নাকি ভঙ্গুর মাটি।
বাঁধ ভাঙার সুর তুলে
ছিঁড়ে যায় অহমিকার চাদর।
একটুখানি কান্না মাখি
আর অনেকখানি আদর।
ছুঁয়ে দিলেই মুছে যায়
ভুল বোঝাবুঝি।
ভালোবাসা ভালোবাসি
বোলো সোজাসুজি।
সবকিছু শেষ হবে জানি
কিছুই চিরস্থায়ী নয়।
তবু ভালোবাসো ভেবেই
বাঁচার সাধ হয়।।