প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১১ জুন : করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে জারি হওয়া বিধিনিষেধ উপেক্ষা করেই বেআইনি ভাবে চলছিল দামোদর থেকে বালি উত্তোলন । গোপন সূত্রে সেই খবর পেয়ে শুক্রবার বিকালে পূর্ব বর্ধমানের গলসির গোহগ্রামে দামোদর নদে অভিযান চালায় পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। পুলিশ দেখে নদী ঘাটেই লরি ও ট্র্যাক্টর ফেলে পালায় চালকরা । তাদের সঙ্গেই পালায় বালি তোলার কাজে যুক্ত শ্রমিকরা । পুলিশ নদী ঘাট থেকে বালি বোঝাই ৬ টি লরি ও দুটি ট্র্যাক্টর আটক করেছে। বিধিনিষেধ অমান্য করে দামোদর থেকে বালি তোলার ঘটনায় জড়িতদের সন্ধান চালাচ্ছে পুলিশ। প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন গলসির বাসিন্দারা ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে , বিধিনিষেধে জারি হওয়ায় বর্তমানে নদ-নদী থেকে বালি তোলা বন্ধ রয়েছে । একই কারনে বন্ধ রয়েছে আন্তরাজ্য ট্রাক চলাচল। সেই বিধিনিষেধকে তোয়াক্কা না করে কিছু অসাধু ব্যক্তি গলসির গোহগ্রামে খাদান থেকে বেআইনি ভাবে বালি উত্তোলন করে তা পাচার করাচ্ছিলেন । সেই খবর পেয়েই এদিন পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর যৌথভাবে অভিযান চালায় । বালি খাদান থেকে বালি বোঝাই ৬ টি লরি ও ২ টি ট্রাকটার আটক করা হয়েছে ।ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এই বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহেনের সিদ্ধান্ত নিয়েছে ।।