এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৯ জুন : করোনার দ্বিতীয় ঢেউয়ের কারনে বন্ধ হয়ে গেছে রুজিরুটি । ফলে কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটছে রেলের হকার ও রেলস্টেশনের স্ট্যাণ্ডে থাকা ভ্যানরিক্সা চালকদের । পরিবারের সদস্যদের দু’বেলার অন্নসংস্থানের ব্যবস্থা করাই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাঁদের কাছে । এই পরিস্থিতিতে ওই সমস্ত মানুষগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল জিআরপি । বুধবার জিআরপির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেলস্টেশনের হকার ও ভ্যান রিক্সাচালক মিলিয়ে ২৭০ জন অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হল চাল,ডাল, তেল,নুন,মশলা প্রভৃতি খাদ্যসামগ্রী । জিআরপির এই প্রকার মানবিক উদ্যোগের প্রশংসা করেছে এলাকাবাসী ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাটোয়ায় প্রায় ২৫০ জন মানুষ ট্রেনে হকারি করে পরিবার চালান । এদিকে দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আসার পর অনিয়মিত হয়ে গেছে ট্রেন চলাচল । যে’কটি ট্রেন চলাচল করছে সেগুলি যাত্রীশুন্য বললেই চলে । তার ফলে রোজগার বন্ধ হয়ে গেছে ট্রেনের হকারদের । এই অবস্থায় ওই সমস্ত মানুষদের পরিবারগুলির দিন কাটছে চরম দুর্দশার মধ্যে । তাঁদের বর্তমান পরিস্থিতির কথা ভেবে মূলত খাদ্য সামগ্রী বিতরনের উদ্যোগ নেয় জিআরপি ।
এদিন কাটোয়া জিআরপি ওসি রিয়াজ সামিম শেখের তত্ত্বাবধানে ২২০ জন হকার ও ৪৩ জন ভ্যান রিক্সাচালকদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয় । এই কঠিন পরিস্থিতিতে খাদ্য সামগ্রী পেয়ে খুশি ওই অসহায় মানুষগুলি । তাঁরা জিআরপিকে কৃতজ্ঞতা জানিয়েছেন ।।