এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ জুন : বুধবার ৯ জুন ছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের প্রতিষ্ঠা দিবস । এই বিশেষ দিনটিতে জনবহুল এলাকাগুলি স্যানিটাইজ করতে উদ্যোগী হল ডিওয়াইএফআই ও এসএফআইয়ের রেড ভলেন্টিয়ার্সরা । এদিন সকাল থেকেই কীটনাশক ছড়ানোর স্প্রে মেশিন কাঁধে নিয়ে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে স্প্রে করতে দেখা যায় সিপিএমের যুব ও ছাত্র সংঠনের ভাতার ব্লকের বেশ কিছু সদস্যদের । ভাতার বাজারের রবীন্দ্র পল্লী এলাকা, পশু হাসপাতাল, ভাতার বাজারের বিভিন্ন মার্কেট, ভাতার এমপি উচ্চ বিদ্যালয়,ভাতার থানা,কিষান মান্ডি, বিডিও অফিস, ভাতার বাস ও রেল স্টেশন প্রভৃতি জনবহুল জায়গাগুলির পাশাপাশি ভাতার বাজারের বিভিন্ন রাষ্টায়ত্ত ব্যাঙ্কের শাখা ও এটিএমগুলি স্যানিটাইজ করেন রেড ভলেন্টিয়ার্সরা ।
এদিনের এই বিশেষ কার্যক্রমে উপস্থিত ছিলেন এস এফআইয়ের ভাতার ব্লক কমিটির সম্পাদক আশিক ইকবাল হোসেনসহ শুভাশীষ মিত্র ও সম্পদ কর্মকার প্রভৃতি ছাত্র ও যুব নেতারা । আশিক ইকবাল হোসেন বলেন, ‘করোনা কালে রাজ্য জুড়ে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে রেড ভলেন্টিয়ার্স । ভাতারেও রেড ভলেন্টিয়ার্স বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে । এদিন ডিওয়াইএফ আইয়ের প্রতিষ্ঠা দিবসের দিন আমরা ভাতার বাজারের জনবহুল এলাকাগুলি স্যানিটাইজ করলাম । পাশাপাশি মাস্কবিহীন পথচারীদের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়েছে ।’ এদিন নিজেদের মধ্যে চাঁদা তুলে ৩০০ টি মাস্ক ও ৫০০ পাউচ হ্যান্ড স্যানিটাইজার বিলি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।।