এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ মার্চ : সন্দেশখালী কান্ডের মূল আসামি ‘কুখ্যাত’ তৃণমূল নেতা শেখ শাহজাহানের সিবিআই হেফাজত নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল । রাজ্য পুলিশ কিছুতে তাকে সিবিআই-এর হাতে তুলে দিতে আগ্রহী ছিল না । কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার জন্য বুধবার বিকেল সোয়া চারটের ডেডলাইন বেঁধে দিয়েছিলেন । বিচারপতির সেই নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের কিছু আগেই ভবানী ভবনে পৌঁছে যান সিবিআই এর আধিকারিকরা । কিন্তু দীর্ঘ প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পরেও শাহজাহানকে তারা হাতে পাননি । যেকারণে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে । অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর পরে আজ সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে তুলে দিতে বাধ্য হয় রাজ্য পুলিশ । তার আগে ওই ‘কুখ্যাত’ নেতার শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য পুলিশ এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় ।
রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে সন্দেশখালিতে শাহজাহানের রোহিঙ্গা বাহিনীর হাতে আক্রান্ত হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৫ আধিকারিক । তারপর থেকেই ব্যাপারটা হয়ে যায় শাহজাহান । তাকে গ্রেফতারের বিষয়ে রাজ্য পুলিশের ভূমিকায় কলকাতা হাইকোর্টে বারবার নালিশ করেছিল ইডি । শাহজাহানকে গ্রেপ্তারির পরেও তাকে সিবিআইয়ের হাতে তুলে দেয়ার বিষয়ে রাজি ছিল না রাজ্য পুলিশ । যে কারণে ফের আদালতের দারস্থ হতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে । কিন্তু আদালতের সুস্পষ্ট নির্দেশ সত্ত্বেও রাজ্য পুলিশ শাহজাহানকে সিপিআই এর হাতে তুলে দেওয়ার বিষয়ে টালবাহানা শুরু করে বলে অভিযোগ । কিন্তু রাজ্য পুলিশ কেন শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে চাইছিল না, তা নিয়ে প্রশ্ন উঠছে ।।