এইদিন ওয়েবডেস্ক,গুজরাট,১৫ জানুয়ারী : মানুষের অসুবিধার সৃষ্টি করে সার্বজনীন জায়গায় নামাজ পড়ার প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে মুসলিমদের একাংশের মধ্যে । পার্ক বা রাস্তা দখল করে নামাজ পড়ার ঘটনা এদেশে বহুবার ঘটেছে । এবারে রাস্তায় ট্রাক দাড় করিয়ে নামাজ পড়ার অভিযোগে ওই ট্রাক চালককে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ । ঘটনাটি ঘটে গত ১২ জানুয়ারী । কোন পথচারী তার নামাজ পড়ার দৃশ্য নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ । পুলিশ বাচা খান(Bacha Khan) নামে ট্রাক চালককে গ্রেফতার করেছে ।
জানা গেছে, ঘটনার দিন গুজরাটের বানাসকান্থা জেলার পালানপুর শহরের কাছে হাইওয়েতে একটি মোড়ে ব্যস্ততম চৌরাস্তায় ট্রাক দাঁড় করিয়ে বাচা খান নামাজ পড়ছিল । যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বাচা খানের ট্রাকের পিছনে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য যানবাহন । ফলে চূড়ান্ত রাখাল হতে হয় সাধারণ মানুষকে ৷ ধৃত ট্রাক ড্রাইভার এর বিরুদ্ধে ৩৮৩, ১৮৬ এবং ১৮৮ সহ একাধিক ধারায় মাওলানা রজু করে তাকে আদালতের তোলা হয়েছে বলে রবিবার জানিয়েছে পালানপুর পুলিশ ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে হিন্দু পোস্ট।