এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৯ ডিসেম্বর : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বর্ষীয়ান ভোজপুরী অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। সপ্তাহ দুয়েক আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিনি । একটি হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে মুম্বাইয়ে ফিরে আসেন ব্রিজেশ। এরপর রবিবার (১৭ ডিসেম্বর ২০২৩) হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
দীর্ঘ পাঁচ দশক ধরে ভোজপুরী চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন ব্রিজেশ ত্রিপাঠী । ১৯৭৯ সালে ‘সঁইয়া তোহারে কারণ’ ছবিতে তাঁর চলচিত্র জগতে অভিষেক হয় । তবে ভোজপুরী চলচ্চিত্রে পা রাখার আগে প্রচুর হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি । ভোজপুরী সিনেমার পাশাপাশি একাধিক হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন ব্রিজেশ। ১৯৮০ সালে মুক্তি পায় ব্রিজেশ অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘ট্যাক্সি চোর’। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, সালমান খান, রজনীকান্ত, রবি কিষণের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় তাকে দেখা গেছে ।
ভোজপুরী ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন রবি কিষণ, মনোজ তিওয়ারি, দিনেশ লাল যাদব, পবন সিংহ এবং কেশরী লাল যাদবের মতো তাবড় ভোজপুরী অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি । মূলত খলচরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন ব্রিজেশ ত্রিপাঠী । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ চলচিত্র জগৎ ।।