মৃত্যুর আরেক নাম জীবন।
সম্পর্কের কখন কি নামকরণ হয় তা বোঝা দায়,
কেউ পায় নতুন জীবন কেউ অন্ধকারে সবটুকু হারায় ;
যখন তুমি কাঁদছো,ভাঙছে তোমার শাঁখা নোয়া,
আমি তখন আনন্দে মাতি,কচি হাতের পাই যে ছোঁয়া।
তোমার যৌবনে পড়লো ভাটা সুখ গেলো হারিয়ে,
আমি তখন স্বার্থের শিড়িতে অজান্তেই উঠলাম পাড়িয়ে।
তোমার চোখে বারিধারা নামটা থাকলো ঈশ্বরের খাতায় ।
আমি তখন নাম রাখতে চোখ বুলাই বইয়ের পাতায়।
তোমার যখন একাকীত্বের যন্ত্রণায় বুকেতে ব্যথা জমে,
আমার তখন কচি মুখের হাসি দেখে দুঃখের ওজন কমে।
তোমার যখন শখেরা, স্বপ্ন ভেঙে ছন্নছাড়া ভাবনায় ডুবেছে,
আমি তখন ভাবতে থাকি ঈশ্বর আমার কপাল ছুঁয়েছে।
তোমার চোখে জল বলে ওঠে ,সব নিলে কেন কেড়ে?
আমি তখন মাথা ঠুকেছি না পেলে সহজে দেবো কি তোমায় ছেড়ে ??
খুব অসহায় ;
জীবন মৃত্যু এক সুতোয় বাঁধা থাকবে চিরকাল,
কত জীবন ফুট পাতে পায় যে অকাল।
ডাক পড়ে যখন তখন সবটাই থাকে অজানা,
নতুন রূপে ফিরতে করবে না কেউ মানা।
ছক কষে পার পাবে না ডাক আসলেই হবে যেতে,
জেতার আনন্দে হারের কষ্ট যতোই থাকো তুমি মেতে ।।