এইদিন ওয়েবডেস্ক,১৩ ডিসেম্বর : ফের একবার ইসলামের প্রতি বিদ্বেষ উগরে দিলে নেদারল্যান্ডসের ভাবি প্রধানমন্ত্রী গির্ট ওয়াল্ডার্স । ইসলামি কট্টপন্থা ও সন্ত্রাসবাদ নিয়ে এর আগেও বহুবার কড়া ভাষায় সমালোচনা করেছেন নেদারল্যান্ডসের ওই দক্ষিণ পন্থী নেতা । ফের তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । রেডিও জেনোয়া (@RadioGenoa) নামে একটি ‘এক্স’ হ্যান্ডেলে গির্ট ওয়াল্ডার্সের ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘বন্ধুরা, ইসলাম আসলেই খারাপ। তথাকথিত নবী মুহাম্মাদ একটি অল্পবয়সী মেয়েকে ধর্ষণ করেন এবং তার দাসীদের গোলামদের হাতে তুলে দিয়েছিলেন। ইসলাম প্রকৃতিগতভাবে হিংসা, বিদ্বেষ ও বর্বরতা। এটা স্বাধীনতার সাথে বেমানান ।’ বলেছেন নেদারল্যান্ডসের পরবর্তী প্রধানমন্ত্রী গির্ট ওয়াইল্ডার্স ।’
ভিডিওতে ডাচ সাংসদ গির্ট ওয়াল্ডার্সকে বলতে শোনা গেছে,’বন্ধুরা, ইসলাম সত্যই দুষ্ট,তথাকথিত নবী মুহাম্মাদ একটি অল্পবয়সী মেয়েকে ধর্ষণ করেন এবং যৌনদাসীদের তার গোলামদের হাতে তুলে দিয়েছিলেন এবং এখনো বিশ্বজুড়ে এক বিলিয়ন মুসলিমদের মধ্যে তার দৃষ্টান্ত রয়েছে ৷ তার কিছু অনুসারীরা হল সন্ত্রাসবাদী । ইসলামের প্রকৃতি হল হিংসা, বিদ্বেষ ও সমাজে বর্বরতা ছড়ানো । আমরা জানি যে এটা স্বাধীনতার জন্য বেমানান এবং ওদের কোনদিন পরিবর্তন হবে না । একটা মুক্ত জাতি গড়তে ইসলামকে আমাদের নির্মুল করতে হবে । কোনো তোষামোদ নয়,কোনো সুযোগ সুবিধা নয় এবং আমাদের প্রথম কাজ হল এই বর্ববরতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো । আশা করি আপনারা আমাদের সমর্থন করবেন ।’ ওয়াল্ডার্সের এই বক্তব্যের পর গোটা হলঘর করতালিতে মুখরিত হয়ে ওঠে ।
এদিকে ওয়াল্ডার্সের এই বক্তব্যের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সোশ্যাল মিডিয়ায় । অমুসলিমরা ওয়াল্ডার্সের বক্তব্যকে সমর্থন করলেও মুসলিমরা কড়া প্রতিক্রিয়া জানাচ্ছে । ‘বো'(@KingBobIIV) নামে এক ইউজার্স লিখেছেন,’আমি বেশ কিছুদিন ধরে কোরান, হাদিস এবং সুন্নাহর মাধ্যমে অধ্যয়ন করেছি এবং যতক্ষণ না এটা করেছিলাম, আমার আসলেই কোন ধারণা ছিল না, এটা কতটা জঘন্য সংকলন।’
সোয়াদ (@242swad) নামে এই ব্যবহারকারী লিখেছেন,’ইসলামের বিশ্বব্যাপী বিস্তার আমাদের বন্ধ করতে হবে।’
মাহামুদ তাহোর(Mahmud Tahor) লিখেছেন, ‘আপনি দুষ্ট মিথ্যাবাদী, আপনি দুই বিলিয়ন মানুষের প্রতি ভুল তথ্য এবং ঘৃণা ছড়াচ্ছেন। ১২০ বছর আগেও আমেরিকায় সেই সময়ে লোকেরা অল্পবয়সী মেয়েদের বিয়ে করত। ইতিহাস এবং বয়সের পরিবর্তন পড়ুন। এমনকি আপনি “ধর্ষণ” শব্দটি বলেছেন। ওহ আমার প্রিয় নবীর প্রতি আপনার বাজে কথা শুনে আমি লজ্জিত। ইতিহাস পড়ুন আপনার ইউরোপীয় পূর্বপুরুষরা ইউরোপে 8 বছর বয়সী মেয়েদের বিয়ে করেছিল। তোমার পাপী ও নোংরা মুখে আমাদের নবীর কথা বলো না।’
প্রসঙ্গত,ইসলামি কট্টরপন্থী মানসিকতার ঘোর সমালোচক গির্ট ওয়াল্ডার্স এর আগেও বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে দৃঢ়ভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলে । ভাইরাল ভিডিওতে গির্ট ওয়াল্ডার্সকে ইসলামের নবীর বিয়ে সম্পর্কে যে মতামত প্রকাশ করতে শোনা গেছে,বছর খানেক আগে একটি টিভি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে প্রায়ই একই মন্তব্য করেছিলে নূপুর শর্মা । আর তার সেই মন্তব্যের জন্য ভারতের মুসলিমদের পাশাপাশি ইসলামি রাষ্ট্রগুলি বেজায় চটে গিয়েছিল । যদিও নূপুর শর্মার বক্তব্যকে সঠিক বলে জানিয়েছিলেন গির্ট ওয়াল্ডার্স ।
ওয়াল্ডার্সের ইসলামি কট্টরপন্থী মানসিকতার সমালোচনার জন্য ইতিপূর্বে তাঁর ‘শিরোচ্ছেদ’-এর বহু হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে । আর অধিকাংশ হুমকি দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের আঁতুর ঘর পাকিস্তান থেকে । নেদারল্যান্ডসের আদালতে বহু মামলাও করেছেন ওয়াল্ডার্স । কিন্তু পাকিস্তানের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় ওই সমস্ত পাকিস্তানি জিহাদিদের নেদারল্যান্ডসের আদালতে তোলা সম্ভব হয়নি ।।