এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২৮ নভেম্বর : কট্টর ইসলামি রাষ্ট্র ইরানে নরসংহার অব্যাহত । এবারে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাশত শহরের ফারুক আলিজাদেহ নামে এক ১৭ বছরের কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে হেঙ্গাও মানবাধিকার ওয়েবসাইটে জানানো হয়েছে । ওই কিশোরকে ২৬ নভেম্বর সকালে গুলি করা হয়। একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে,ইরানের সীমান্ত বাহিনী পশ্চিম কুর্দিস্তান প্রদেশে ইরাকের সাথে হেঙ্গেজাল সীমান্ত ক্রসিংয়ের কাছে ওই কিশোরকে হত্যা করে ।
ইরানের দরিদ্র জনগোষ্ঠী কোলবাররা জীবিকা নির্বাহের জন্য ইরানের সীমানা পেরিয়ে এবং দীর্ঘ দূরত্বে তাদের পিঠে পণ্য নিয়ে যায়। কিন্তু ইরানী কর্তৃপক্ষ কোলবারদের “চোরাচালানকারী” হিসাবে মনে করে । কিন্তু মানবাধিকার সংস্থাগুলি মতে ইরানী কর্তৃপক্ষ কোলবারদের উন্নয়নের জন্য কিছুই করেনি । ফলে তারা তীব্র দারিদ্রের মধ্যে দিন যাপন করে । বিকল্প কর্মসংস্থান না থাকার জন্য বেঁচে থাকার জন্য পরিবারের পুরুষরা সীমানা পেরিয়ে বিভিন্ন পন্য বিক্রির পেশায় যুক্ত হতে বাধ্য হয় । কিন্তু ইরানি সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বেঘোরে প্রাণ হারাতে হয় বহু কোলবারকে । মানবাধিকার সংগঠনগুলোর মতে, শুধুমাত্র গত দুই মাসে কুর্দিস্তানের বানেহ অঞ্চলে অন্তত সাতজন কোলবারকে গুলি করে হত্যা করেছে ইরানি সীমান্ত রক্ষী বাহিনী ।
নভেম্বরে, পশ্চিম সীমান্ত অঞ্চলে ঘটনায় ১৮ বছরের কম বয়সী কমপক্ষে ১০ জন কোলবার আহত হয়েছেন। তাদের মধ্যে আটজন ইরানের সীমান্ত বাহিনী দ্বারা গুলিবিদ্ধ হয়েছে । কলবার নিউজ ওয়েবসাইট দ্বারা প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে পশ্চিম আজারবাইজান, কুর্দিস্তান এবং কেরমানশাহ প্রদেশের সীমান্ত এলাকায় এবং হাইওয়েতে মোট ৮৫ জন কোলবার নিহত হয়েছে। মৃত্যুর কারণগুলির মধ্যে রয়েছে সামরিক বাহিনীর সরাসরি আগুন, তুষারঝড়, ঠান্ডা আবহাওয়া এবং পাহাড় এবং খাদের নিচে পড়ে যাওয়া ।।