এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৩ নভেম্বর : মাত্র ৩৫০ টাকার জন্য অন্য এক কিশোরকে ৬০ বার ছুরিকাঘাত করে খুন করল মুসলিম কিশোর (১৬) । নিহত কিশোরের বয়স ১৭ বছর । হত্যাকাণ্ডের দৃশ্য একটি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে । সেই ভিডিওতে ওই মুসলিম কিশোরকে অন্য কিশোরের গলা পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে দেখা গেছে । নৃশংসভাবে হত্যার পর ওই মুসলিম কিশোরকে দু’হাত তুলে নাচতেও দেখা যায় । ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির দিল্লির ওয়েলকাম এলাকায় । পুলিশ ঘাতক কিশোরকে গ্রেফতার করেছে ।
অশ্বিনী সহায় নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের ভিডিওটি নিজের ইস্ট্রাগ্রাম পেজে শেয়ার করে লিখেছেন, ‘মোহাম্মদ জুবায়ের (নাম পরিবর্তিত), একজন ১৬ 1বছর বয়সী কিশোর, একটি ১৭ বছর বয়সী ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে, তাকে ৬০ বারের বেশি ছুরিকাঘাত করেছে, শুধুমাত্র ৩৫০ টাকা মূল্যের বিরিয়ানির জন্য । এই হৃদয়হীন কাজ করার পর, অপরাধী শুধু উদযাপনই নয়, নাচও করেছিল।
অপরাধী প্রথমে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তারপর নির্বিচারে তার মুখে, কানে ও গলায় নির্মমভাবে ছুরিকাঘাত করতে থাকে । মৃত
একক মায়ের সন্তান এবং এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায়। অপরাধীর নাম পরিবর্তন করা হয়েছে কারণ সে নাবালক।’
মিডিয়া রিপোর্ট অনুসারে, ওয়েলকাম এলাকার একটি শ্রমিক কলোনিতে বাড়ি ঘাতক কিশোরের । সে বিরিয়ানি খাওয়ার জন্য ওই ১৭ বছর বয়সী নাবালকের কাছে ৩৫০ টাকা ধার চায় । কিন্তু ভুক্তভোগী টাকা দিতে অস্বীকার করে,কারণ দুজনেই একে অপরকে চিনত না। এরপর ঘাতক ভিকটিমের কাছে টাকা করার চেষ্টা করে। কিন্তু ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হলে তার উপর ছুরি নিয়ে হামলা চালায় ওই মুসলিম কিশোর । তাকে শ্বাসরোধ করে অচেতন করে। তারপর তাকে কাছের একটি রাস্তায় টেনে নিয়ে যায়। যেখানে তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। পুরো ঘটনাটিই ধরা পড়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় । এর পরে সে ৩৫০ টাকা নিয়ে পালিয়ে যায় । এই হত্যাকাণ্ডের সময় আশেপাশের মহিলা ও অন্যান্য ব্যক্তিরাও তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ঘাতক তাদেরও ছুরি দেখিয়ে ভয় দেখায়।
জানা গেছে,আক্রান্ত কিশোরকে জিটিবি নগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় উত্তর পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি জয় তিরকি বলেছেন,’আহতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । সিসিটিভি ফুটেজ দেখে খুনিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে । তার বয়স ১৬ বছর। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে ।’ হত্যার উদ্দেশ্য ডাকাতি ছিল বলে জানিয়েছেন তিনি ।।