এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৩ নভেম্বর : বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর ইসলামি জিহাদিদের আক্রমণের একের পর এক ঘটনা সামনে আসছে । দিন দুয়েক আগে কক্সবাজার জেলার চকরিয়া হারবাং নাথ পাড়ায় স্থানীয় হিন্দুদের অটো গাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল জিহাদিদের বিরুদ্ধে । এবারে বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা সদরের খরমপট্টী কালীবাড়ির জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের সময় দেবীপ্রতিমা ও হিন্দুদের গায়ে থুতু, গরম জল ও মাংসের ঝোল ছেটানোর ঘটনা ঘটেছে । ঘটনাকে ঘিরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকা । এদিকে গোমাংসের ঝোল সন্দেহে বিসর্জনে অংশ নেওয়া হিন্দুরা শীতের মধ্যেই রাতে পুকুরে স্নান করতে বাধ্য হন ।
ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সদরের খরমপট্টী এলাকার শ্রী শ্রী কালীবাড়িতে জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন ছিল । বিসর্জনের শোভাযাত্রাটি খরমপট্টি সরকারি পুকুর যাওয়ার রাস্তায় তাদরীসুল উম্মাহ মাদ্রাসার কাছে আসতেই স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন জগদ্ধাত্রী প্রতিমার উপরে থুতু, গরম জল এবং মাংসের ঝোল ছোড়ে বলে অভিযোগ । ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় হিন্দুদের মধ্যে । জানা গেছে,ক্ষিপ্ত হিন্দুরা প্রতিমা নিয়ে ওই স্থানেই বসে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে । বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে । এই ঘটনায় পুলিশ কয়েকজন জিহাদিকে গ্রেফতার করেছে বলে জানা গেছে ।
অন্যদিকে কক্সবাজার জেলার চকরিয়া হারবাং নাথ পাড়ায় দিন দুয়েক আগে রাত ৩টার দিকে স্থানীয় বাসিন্দা পরিতোষ নাথের তিন চাকার অটো গাড়ি ( সিএনজি) আগুন ধরিয়ে দেয় স্থানীয় মুসলিমরা । কিন্তু বিষয়টি পরিতোষবাবুর নজরে পড়ে গেলে জিহাদিরা সেখান থেকে পালিয়ে যায় । এরপর তিনি কোনো প্রকারে জল ঢেলে জলন্ত অটোর আগুন নেভান । কিন্তু তার আগে অটোটি কার্যত ভস্মীভূত হয়ে যায় ।
জানা গেছে,ওই ঘটনার ঠিক ঘন্টা খানেক পরেই স্থানীয় ইসলামি জিহাদিরা কাজল নাথের দোকানসহ আশপাশের আরও হিন্দুদের দোকানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় । আগুনের লেলিহান শিখা দেখে হিন্দুরা ছুটে আসে । তারা জল ঢেলে আগুন নেভায় । কিন্তু তার আগেই দোকানগুলির যাবতীয় পন্য সামগ্রী ভস্মীভূত হয়ে যায় । কাজল নাথের মুদিখানা দোকান,স্বপন নাথের ফার্নিচার দোকান, মিন্টু নাথের স্টেশনারি দোকান এবং হরিষ নাথের চায়ের দোকান মিলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ।।