এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,১৫ অক্টোবর : পবিত্র মহালয়ার দিন শারদীয়া পত্রিকা ও থিম সঙ প্রকাশ করল বর্ধমান শহরের নবাবহাটের তালপুকুর আদিবাসীপল্লীর ‘আমার পাঠশালা’ । প্রায় ৫০ জন আদিবাসী শিশুকে নিয়ে এই পাঠশালা গড়ে তুলেছেন স্থানীয় কয়েকজন সমাজসেবী মানুষ । শিশুদের পঠনপাঠনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে নতুন পোশাক,পড়াশোনার সামগ্রী বিনামূল্যে বিতরণ করেন তাঁরা । এবারের শারদোৎসবেও শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পোশাক । পাশাপাশি পাঠশালার নিজস্ব ম্যাগাজিন ‘স্রোতস্বিনী’র দ্বিতীয় সংস্করণ ও থিমসঙ প্রকাশ করা হয় ।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সহকারী বিদ্যালয় পরিদর্শকগণ প্রিয়ব্রত মুখার্জী এবং অতনু কুমার হাজরা ৷ তাঁদের হাত দিয়েই পত্রিকাটির মোড়ক উন্মোচিত হয় । এছাড়া থিম সঙের শুভ উদ্বোধন করেন গানটির গায়ক বিশ্বরূপ চক্রবর্তী এবং সেখ জাহাঙ্গীর । সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি আরও অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন শনিবারের ওই প্রতিষ্ঠানের বিশেষ অনুষ্ঠানে ।।