এইদিন ওয়েবডেস্ক,কক্সবাজার,০৪ অক্টোবর : বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন আরসা ও আরএসও’র মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে । সংঘর্ষে দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে । ওই দুই সন্ত্রাসবাদীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর পর গুলি করে মারা হয় । মঙ্গলবার মধ্যরাত ও বুধবার ভোরে কক্সবাজারের উখিয়ায় উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৮ ডব্লিউ এলাকায় এই ঘটনা ঘটে । মৃত দুই সন্ত্রাসবাদীদের আরসার কিলিং গ্রুপের শীর্ষ কমান্ডার চাকমাইয়া ইউসুফ ও আরএসও’র সদস্য আরাফাত হিসাবে চিহ্নিত করেছে বাংলাদেশের পুলিশ ।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার রাতে ক্যাম্পে সংঘর্ষে আরএসও’র ছোড়া গুলিতে আরসার ইউসুফ গুলিবিদ্ধ হয়। পরে তাকে গলাকেটে হত্যা করা হয় । ইউসুফ ক্যাম্প-৯ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে । এই ঘটনার জেরে আরসার সদস্যরা আজ বুধবার ভোরে ১৫ নম্বর ক্যাম্পে আরএসও’র ওপর হামলা চালায় এবং তারা আরাফাত নামে আরএসও’র এক সদস্যকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে।
সূত্রের খবর, চাকমাইয়া ইউসুফ আরসার কিলিং স্কোয়াডের শীর্ষ কমান্ডার। সে দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে ছিল । সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর আরসা বিরোধী অভিযান ও আরএসও’র হাতে একের পর এক সদস্য খতম হওয়ার ঘটনায় দুর্বল হয়ে পড়ে আরসা। ফলে ক্যাম্পে কিলিং মিশন চালানোর জন্য চাকমাইয়া ইউসুফকে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে পাঠায় আরসা প্রধান ।।