এইদিন ওয়েবডেস্ক,রাজৌরি,২৬ সেপ্টেম্বর : অমানবিকতার সমস্ত সীমা অতিক্রম করছে দেশের পশু পাচারকারীরা । ছোটো গাড়িতে ঠাসাঠাসি করে ভরে পশুদের নিদারুন কষ্ট দিয়ে নিয়ে যাওয়ার ঘটনা আকছার দেখা যায় । এবারে পুলিশের চোখে ধুলো দিতে তেলের ট্যাঙ্কারের ভিতরে নির্দয়ভাবে গরু ঢুকিয়ে পাচারের ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ৷ যদিও পুলিশের সন্দেহ হওয়ায় তেলের ট্যাঙ্কারটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেই পশু পাচারকারীদের চালাকি ধরে ফেলে । শেষে মুখ্য করা হয় ১৬ টি গরু । ট্যাঙ্কারটি বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃত চালক হল রিয়াসির বাসিন্দা শাহ মোহম্মদের ছেলে শোকেত আলী । ধৃতের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারার অধীনে রাজ থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে ।
জানা গেছে,রাজৌরির এসএসপি অমৃতপাল সিংয়ের নির্দেশে পশুপাচারকারীদের ধরতে এসএইচও রাজৌরি ইন্সপেক্টর এজাজ আহমেদ ওয়ানির নেতৃত্বে একটি পুলিশ দল শহরের উপকণ্ঠে একটি নাকা স্থাপন করেছিল । চেকিংয়ের সময় জম্মু থেকে আসা একটি ভারত পেট্রোলিয়াম তেল ট্যাঙ্কার,যার নম্বর এইচ আর ৩৮ এস-৫২৮২,আটক করে পুলিশ । সন্দেহ হওয়ায় পুলিশ তেলের ট্যাঙ্কারের নিবিড় চেকিং শুরু করে । তখন পুলিশের নজরে পড়ে ট্যাঙ্কারের পিছনের অংশ সুক্ষভাবে কেটে বড় আকৃতির ঢাকনা তৈরি করা হয়েছে । চালককে দিয়ে ঢাকনা খুলতেই দেখা যায় ১৬ টি গরুকে ওই ট্যাঙ্কারের মধ্যে ঠাসাঠাসি করে ভরা হয়েছে । পশুগুলি যন্ত্রনায় কাতরাচ্ছে । পশু পাচারকারীদের এই প্রকার অমানবিকতায় স্তম্ভিত হয়ে যায় পুলিশ । পুলিশ এই চক্রের পান্ডাদের সন্ধান চালাচ্ছে ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে জম্মু লিঙ্কস নিউজ ।