ভারতে সাতাত্তরতম স্বাধীনতা দিবস হচ্ছে পালিত,
তবুও দেশপ্রেমিকেরা আজও চরম অবহেলিত।
স্বাধীনতা অর্জনে যারা দিল নিজপ্রাণ বলিদান,
আজ ভুলেছে সবাই তাদের অকৃত্রিম অবদান।
দেশজুড়ে আজ হিংসার আগুন প্রজ্জ্বলিত,
মনন থেকে দেশপ্রেমও হয়েছে অপসারিত।
হারিয়ে গেছে সকলের ন্যায়, নীতি, মান সম্মান,
দেশবাসী নিজগুনে হলাহল করছে সতত পান।
স্বাধীনতা আদায়ে প্রাণ বিসর্জন দিয়েছিল যারা,
ইতিহাসের পাতায় কাহিনী হয়ে আছে তারা।
সেই পাতা আজ যদিও বিবর্ণ, ধূসর, মলিন,
তবুও শোধ করা যাবেনা তাদের দেশপ্রেমের ঋণ।
দেশভক্ত,দেশপ্রেমীরা রয়েছে ইতিহাস জুড়ে,
কন্যা, জায়া, জনননীরাও রয়নি অন্তঃপুরে।
পরাধীনতার গ্লানি মোছাতে বলিপ্রদত্ত লক্ষাধিক প্রাণ
তাইতো মোরা পেয়েছি স্বাধীনতার সুমিষ্ট আঘ্রাণ।
স্বাধীনতার রক্ত ঝরানো ইতিহাস বলে কত কথা,
দেশের প্রতিটি কোণায় অনুরণিত দেশভক্তির বার্তা।
গেরুয়া, সাদা, সবুজ তেরঙ্গা হয়েছিল আকাশে উত্তোলিত,ত্যাগ, শান্তি, সমৃদ্ধির স্বাধীনতা সেদিন হয়েছিল প্রতিষ্ঠিত।।