এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২০ সেপ্টেম্বর : বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগতিতে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণ করে গনধর্ষণের ঘটনা ঘটেছে । এই ঘটনায় শামিম, মাহফুজ,রনি ও সাগর শেখ নামে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ । আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করে দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় । তার মধ্যে প্রথম তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করে । কিন্তু বিচারক তাদের জামিন না মঞ্জুর করেন বিচারক ভিক্টোরিয়া চাকমা । ধৃত ৪ ধর্ষককে জেলা কারাগারে পাঠানো হয়েছে ।
জানা গেছে,নির্যাতিতা কিশোরী লক্ষ্মীপুরের রামগতির চর নেয়ামত এলাকার বাসিন্দা । সে রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের চরনেয়ামত জনতা মডেল একাডেমির নবম শ্রেণীর ছাত্রী । বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে সাগর শেখ তাকে উত্যক্ত করত । বিষয়টি কিশোরীর পরিবার স্থানীয় প্রভাবশালী লোকজনদের জানালে আরও বেপরোয়া হয়ে ওঠে ওই যুবক । এরপর ১০ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে সাগর শেখ ও তার কয়েকজন সঙ্গী মিলে মেয়েটিকে অপহরণ করে । কিশোরীকে জোরপূর্বক একটা গোপন ঠিকানায় নিয়ে গিয়ে ওই চারজন মিলে গনধর্ষণ করে । ওইদিন রাতে ছাত্রীর বাবা ছয় জনের বিরুদ্ধে রামগতি থানায় একটি অভিযোগ দায়ের করেন । গত ১২ সেপ্টেম্বর সকালে নোয়াখালী থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। তখন অভিযুক্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি শেষে ১৩ সেপ্টেম্বর ছাত্রীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।
নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। সাগর শেখসহ সকল আসামিদের আমি উপযুক্ত শাস্তি চাই । মামলা তুলে নিতে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি । আমার মেয়ে স্থানীয় মুসলিম দুষ্কৃতীদের ভয়ে বিদ্যালয়ে যেতে পারছেনা ।।