এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,১৮ সেপ্টেম্বর : ফের আফগান শরণার্থীদের গ্রেফতার করল তুরস্ক । তুরস্কের চেনাক্কালা প্রদেশে ৩৭ জন আফগান শরণার্থীকে গ্রেফতার করেছে এদেশের নিরাপত্তা বাহিনী । আনাতোলিয়া নিউজ এজেন্সি রবিবার একটি প্রতিবেদনে জানিয়েছে যে ওই সমস্ত আফগান আশ্রয়প্রার্থীকে তুর্কি গেন্ডারমেরির কমান্ড দল গ্রেপ্তার করেছে । প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জন মহিলা, ১০ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে । এছাড়া আরও একজনকে মানব পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে । তুর্কির চেনাক্কালা প্রদেশের আইভাজিক অঞ্চল থেকে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে মানব পাচারকারীদের তিনটি নৌকা পার্কিং লটে নিয়ে যাওয়া হয়েছে এবং অবৈধ আশ্রয়প্রার্থীদের আইভাজিক ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে । গত সপ্তাহে তুর্কি নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন অংশ থেকে আফগান নাগরিকসহ ১৪০ জন আশ্রয়প্রার্থীকে গ্রেপ্তার করেছিল । সাম্প্রতিক সময়ে ইরান ও তুরস্ক থেকে আফগান অভিবাসীদের গ্রেফতার ও বিতাড়নের প্রক্রিয়া আবারও জোরদার হয়েছে।।