• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, বর্ধমানে গ্রেপ্তার ৭ প্রতারক

Eidin by Eidin
September 13, 2023
in জেলার খবর, রাজ্যের খবর
কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, বর্ধমানে গ্রেপ্তার ৭ প্রতারক
7
SHARES
105
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ সেপ্টেম্বর : শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেরবার বাংলার প্রশাসন। দুর্নীতি কাণ্ডে নাম জড়ানোয় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী সহ শিক্ষা দফতরের একাধীক কর্তার এখন ঠাঁই হয়েছে গারদে।এমন এক আবহে রেল সহ বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে এই রাজ্যে সক্রিয় থাকা এক প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বর্ধমান রেলওয়ে প্রটেকশন ফোর্স । শুধু পর্দা ফাঁস করাই নয়,প্রতারণা চক্রের সাত রাঘববোয়ালকে আপিএফ গ্রেপ্তার করে তদন্তের জন্য মঙ্গলবার রাতে বর্ধমান থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। পৃথক মামলা রুজু করে বর্ধমান থানার পুলিশ বুধবার সাত ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে ।
পুলিশ ও আরপিএফ সূত্রে জানা গিয়েছে,ধৃতরা হল বর্ধমান শহরের দুবরাজদিঘির বাসিন্দা জিন্নাত আলী ওরফে বাবর।বর্ধমান শহরের ৩ নম্বর ইছলাবাদের বাসিন্দা অরূপ রতন মণ্ডল।বর্ধমান শহরের বড়নীলপুরের বাসিন্দা ৬৪ বছর বয়সী রঞ্জিত কুমার সর্বজন।কাটোয়ার সরগ্রাম এলাকার
বিবেকানন্দ মুখার্জি । গলসির কোলকোল গ্রাম নিবাসী তারাশঙ্কর কুণ্ডু।এরা ছাড়াও ধৃতদের মধ্যে রয়েছে বর্ধমান শহরের ১২৩ মিঠাপুকুরের বাসিন্দা প্রতুল কুমার রায় ও দেওয়ানদীঘি থানার নুতনগ্রামের বাসিন্দা ফজলু শেখ। ধৃত জিন্নাত আলী প্রতারণা চক্রের মূল পাণ্ডা বলে আরপিএফ কর্তাদের কথায় জানা গিয়েছে।বর্ধমান আদালতের বিচারক জিন্নাত আলীর ৮ দিনের পুলিশ হেপাজতে এবং বাকি ধৃতদের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আরপিএফের দাবি ধৃতদের কাছ থেকে প্রচুর নথি ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। যে সমস্ত জিনিস উদ্ধার হয়েছে সেগুলো হল, টিসি/টিই (গ্রুপ-সি) পদের জন্য দেবজিত মালি নামে এক প্রার্থীর জন্য তৈরি করা তিন পাতার একটি জাল নিয়োগপত্র। ৩টি জাল খালি পরিষেবা বই। ভারতীয় রেলের গ্রুপ-ডি পদের জন্য ৬টি জাল নিয়োগ ফর্ম। ৭টি জাল আরআরবি ওএমআর (RRB OMR) উত্তরপত্র। ১টি জাল জয়েনিং রেজিস্টার। ১জন প্রার্থীর জাল ফিঙ্গার প্রিন্ট রেজিস্টার। ১টি জাল হাজিরা রেজিস্টার। ৩টি ৪ পাতার প্রশ্নপত্র। ৩টি আইডি কার্ড পাওয়ার আবেদনপত্র। ১টি রাবার স্ট্যাম্প, যেটি সেক্রেটারি আরআরসি কলকাতা ইস্টার্ন রেলওয়ে চিৎপুর কল-৩৭ এর নামে তৈরি করা হয়েছে। ১টি সিনিয়র পার্সোনাল অফিসার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের রাবার স্ট্যাম্প। ১টি ভারতীয় রেলওয়ের স্ট্যাম্প এবং ১টি ফেবার ক্যাসেলের স্ট্যাম্প প্যাড। বাজেয়াপ্ত হওয়া এইসমস্ত কিছু ধৃত জিন্নাত আলীর দায়িত্বেই ছিল বলে আরপিএফের তরফে দাবি করা হয়েছে।তদন্তের প্রয়োজনে ধৃতদের প্রত্যেকের কাছে থাকা মোবাইল ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে।
আরপিফ কর্তাদের প্রতারণা চক্রের পর্দা ফাঁস করার বিষয়টিও যথেষ্ট চমকে দেওয়ার মতই । আরপিএফ অফিসার আশিষ কুমার জানিয়েছেন, ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ মারফত বর্ধমানে একটি ভুয়ো চাকরি চক্রের কর্মসূচির বিষয়ে খবর আসে । তার ভিত্তিতে মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে ১২টা থেকে বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউটের ওপর নজরদারি শুরু করে আরপিএফের স্পেশাল টিম।সেখানে হলের দরজা বন্ধ করে অভিযুক্তরা যখন ভিতরে প্রার্থীদের ট্রেনিং দেওয়ার নামে নিজেদের কাজকর্ম করছিল সেইসময় আরপিএফের আচমকা অভিযান চালায়।তাতে গাবড়ে গিয়ে প্রতারকরা হল ঘরের টেবিলে রাখা বেশ কিছু নথি সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তা করতে না দিয়ে কিন্তু আরপিএফের অফিসাররা হল ঘরের ভিতরে থাক সাত প্রতারককে হাতেনাতে ধরে ফেলে।পাশাপাশি প্রতারকদের কাছে থাকা সমস্ত নথি আরপিএফ অফিসারা বাজেয়াপ্ত করে । জেরায় প্রতারণা চক্রের মূল পাণ্ডা জিন্নাত আলী তাদের প্রতারণা কাণ্ডের বিষয়ে সবকিছু স্বীকার করে নেয়।
ধৃতদের জিজ্ঞসাবাদ চালিয়ে আরপিএফ কর্তা এও জানতে পারেন,টাকার বিনিনয়ে রেলের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল বেশ কিছু প্রার্থীদের।রেলে নিয়োগের জন্য তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মঙ্গলবার বর্ধমানের রেলওয়ে ইনস্টিটিউটে একত্রিত করা হয়েছিল। বআউশগ্রাম, বুদবুদ, কেতুগ্রাম প্রভৃতি এলাকা থেকে আসা প্রার্থীরা সকলেই জানিয়েছেন, এই চক্রের পাণ্ডারা তাদের জানিয়েছিল, রেলের গ্রুপ ডি ও সি পদের চাকরির জন্য ৫ লাখ টাকা করে দিলেই চাকরি হয়ে যাবে। সেই মতো অনেকেই গত এক বছরে ধাপে ধাপে প্রায় এক লক্ষ টাকা করে প্রতারকদের মিটিয়ে দিয়েছে। কিন্তু চাকরি তো দূরের কথা, মাসের পর মাস তাদের সঙ্গে শুধু ছলচাতুরি করে আসছিল প্রতারকরা। প্রার্থীরা এও জানিয়েছে,চাকরির আশায় তারা যে প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে ফেলেছে তা তারা বুঝতে পারে নি।টাকাটা ফেরৎ না পেলে তাদের ঘোর বিপাকে পড়তে হবে বলে চাকরি প্রার্থীরা জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে জিন্নত আলী স্বীকার করেছে যে এক বছর ধরে সে তার টিম নিয়ে এই বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
তার চক্রের সঙ্গে যুক্ত ধৃত ব্যক্তিরা বিভিন্ন দায়িত্ব ভাগ করে কাজ করতো। এই প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত রয়েছে,চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে এবং কত জন এই প্রতারকদের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।।

Previous Post

আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় কাটোয়ার দুই কন্যার স্বর্ণপদক

Next Post

জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে দুই সেনা কর্মকর্তা এবং একজন পুলিশ সদস্য শহীদ

Next Post
জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে দুই সেনা কর্মকর্তা এবং একজন পুলিশ সদস্য শহীদ

জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে দুই সেনা কর্মকর্তা এবং একজন পুলিশ সদস্য শহীদ

No Result
View All Result

Recent Posts

  • ২৪ ঘন্টার মধ্যে ফের এক হিন্দু ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে আধমরা করে দিল ইসলামি উগ্রবাদীরা  
  • দীপু চন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশকে মুক্তি যুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করিয়ে দিলেন পবন কল্যাণ 
  • সিলেট সীমান্তে ২ বাংলাদেশিকে গুলি করে খতম করল খাসিয়ারা
  • গৌতম গম্ভিরকে কোচ হিসাবেই মনে করেন না কাপিল দেব 
  • ভারত বিরোধী প্রচারণার আড়ালে বাংলাদেশ একটি বড় খেলা খেলছে জামাত ইসলামি ও মহম্মদ  ইউনূস , গণতন্ত্রের অবসান ঘটিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে  মৌলবাদীরা হিন্দুদের নির্মূল করতে চাইছে  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.