এইদিন ওয়েবডেস্ক, শ্রীনগর,১২ সেপ্টেম্বর :বড় নাশকতার ছক বানচাল করল জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনী । শ্রীনগর-বারামুল্লা জাতীয় মহাসড়কে উদ্ধার হল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) । উত্তর কাশ্মীরের পাত্তন এলাকায় পাইওনিয়ার কলেজ অফ এডুকেশন হানজিওয়েরার কাছে আইইডি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা ।
জানা গেছে,বারামুল্লার শ্রীনগর জাতীয় সড়কে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখা যায় । খবর পেয়ে সেখানে ছুটে যায় ২৯ আর আর এবং এসএসবির একটি দল । পরে বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডকে বস্তুটি সনাক্ত করার জন্য ডাকা হয়েছিল । আনা হয়েছিল বিস্ফোরক সনাক্তকারী কুকুর। পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারা যে ব্যাগে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) রয়েছে । এদিকে জনগনের নিরাপত্তার কথা ভেবে জাতীয় সড়কে যানচলাচল বন্ধ করে দেওয়া হয় । প্রায় ঘন্টা দুয়েক পর যান চলাচল স্বাভাবিক হয় ।
এর আগে চলতি বছরের ৩১ জুলাই উত্তর কাশ্মীরের পাত্তান এলাকার জাঙ্গাম ফ্লাইওভারের কাছে শ্রীনগর-বারামুল্লা জাতীয় সড়কের পাশে একটি সন্দেহজনক ব্যাগে আবিষ্কৃত হয়েছিল । ওই ব্যাগেও আইইডি রেখে নাশকতা চালানোর চেষ্টা করেছিল সন্ত্রাসবাদীরা । কিন্তু তাদের সেই ছকও বানচাল করে দিয়েছিল নিরাপত্তা বাহিনী ।।