এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১২ সেপ্টেম্বর : আসামে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে ২০২১ সালের মে থেকে এযাবৎ ৩৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা(Himanta Biswa Sarma) । সোমবার (১১ সেপ্টেম্বর ২০২৩) রাজ্য বিধানসভার শরৎ অধিবেশনের প্রথম দিনে কংগ্রেস বিধায়ক আবদুর রশিদ মণ্ডলের এক প্রশ্নের জবাবে আসামের মুখ্যমন্ত্রী এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে গ্রেপ্তার হওয়া ৩৯০ জনের মধ্যে ৫২ জন কোকরাঝাড় থেকে,৪৩ জন উদালগুড়ি থেকে,৪০ জন ডিমা হাসাও থেকে, ৩৮ জন বারপেটা থেকে,৩০ জন তিনসুকিয়া থেকে এবং ২৯ জন আসামের বাকসা জেলা থেকে ।
একই সময়ে গরু পাচারের সাথে জড়িত মামলায় ২৯৪২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন,’গবাদি পশু চোরাচালানে যুক্ত নগাঁও জেলায় ৪৮৬ জনকে, গুয়াহাটি শহরে ২৮৬ জনকে, কোকরাঝারে ২৪১ জন, দক্ষিণ সালমারায় ২৩৫ জন, ধুবরিতে ২৩৪ জন, কামরূপে ১৯২ জন, গোলাঘাটে ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোনিতপুর, বিশ্বনাথ জেলার গ্রেফতার করা হয়েছে ১০১ জনকে ।
অন্যদিকে নারী পাচার সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪৩৪ জনকে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ২০২১ সালের মে থেকে এযাবৎ মাদক পাচার মামলায় ১১,০০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান যে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে রাজ্যে মোট ৬৩৯ টি ধর্ষণের মামলা,৪২টি ডাকাতির মামলা এবং ৬৪২ টি খুনের মামলা রেকর্ড করা হয়েছে ।।