এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,০৪ সেপ্টেম্বর : পূর্ব সিরিয়ার দেইর ইজ-জোর প্রদেশে ওয়াইপিজি/পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় দুই সাধারণ মানুষ নিহত এবং ১৩ জন আহত হয়েছে । ওয়াইপিজি/পিকেকে সন্ত্রাসীরা দেইর ইজ-জোরের দক্ষিণে হাজিন শহরে ভারী অস্ত্র দিয়ে আক্রমণ করেছিল বলে খবর । নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে, এবং হামলায় আরও সাত শিশু আহত হয়েছে।
আরব উপজাতিরা ওয়াইপিজি/পিকেকে সন্ত্রাসীদের কাছ থেকে ২৪ টি গ্রাম পুনরুদ্ধার করতে পেরেছিল, কিন্তু সাম্প্রতিক আক্রমণে সন্ত্রাসী গোষ্ঠী তাদের মধ্যে দুটি ফের দখল করে নেয় । শনিবার আরব উপজাতিরা পুনরায় গ্রামীণ মানবিজে ওয়াইপিজি/পিকেকে সন্ত্রাসীদের কাছ থেকে চারটি গ্রাম পুনরুদ্ধার করেছে ।
দেইর ইজ-জোরের সিংহভাগ মানুষ আরব উপজাতি সম্প্রদায় ভুক্ত । যেটি দখল করে রেখেছিল দায়েশ/আইএসআইএস সন্ত্রাসী গোষ্ঠী । সন্ত্রাসী সংগঠন ওয়াইপিজি/পিকেকে দ্বারা অধিকৃত এলাকায় তরুণ আরবদের তাদের সংগঠনে জোরপূর্বক নিয়োগ করা হয় । মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ওয়াইপিজি/পিকেকে সন্ত্রাসীরা এই অঞ্চলের তেলের কূপগুলি নিজেদের নিয়ন্ত্রণে আনে এবং সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়নের জন্য তেল বিক্রির অর্থ ব্যবহার করে ।।