দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ সেপ্টেম্বর : ভাগীরথী নদীর জলে একটি কুমির ঘুরে বেড়ানোর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে । আজ শনিবার বিকেল পর্যন্ত কুমিরটিকে কাটোয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ড এলাকায় কাশীগঞ্জ ঘাটের কাছে দেখা গেছে বলে খবর । ওই ঘাটের কাছে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে । এদিকে ভাগীরথী নদীর জলে কুমিরের আবির্ভাবের কথা চাওড় হতেই আতঙ্কে গঙ্গা স্নান বন্ধ করে দিয়েছেন পূণ্যার্থীরা । কুমির দেখার জন্য অনেক মানুষকে নদীর ঘাটে ভিড় জমাতে দেখা গেছে । কুমিরটিকে যাতে কেউ বিরক্ত না করে সেজন্য নজর রাখছে পুলিশ ।
জানা গেছে,এদিন সকালে নদীতে ডিঙ্গি নিয়ে মাছ ধরতে গিয়ে কুমিরটি প্রথমে দেখতে পান সুকুমার হালদার নামে এক মৎসজীবী । ততক্ষনাৎ তিনি নদীর পাড়ে ফিরে আসেন এবং সকলকে এনিয়ে সতর্ক করে দেন । এদিকে সুকুমারবাবুর কাছ থেকে ভাগীরথী নদীর জলে একটি কুমির ঘুরে বেড়ানোর কথা জানাজানি হতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে কাটোয়া থানা থেকে পুলিশ আসে । সুকুমারবাবু বলেন,’আমি প্রথমে মনে করেছিলাম যে একটা খেজুর পাতা ভাসছে । পরে ভালোভাবে লক্ষ্য করে দেখি ওটা আসলে একটা কুমির । যেকারণে দেরি না করে আমি নদীর পাড়ে পালিয়ে আসি ।’
বনদফতরের কাটোয়া রেঞ্জের আধিকারিক শিবপ্রসাদ সিনহা বলেন,’ওটি আসলে একটি মেছো ঘরিয়াল । ঘরিয়ালটি কিভাবে ভাগীরথী নদীতে এল তা খোঁজ নিয়ে দেখছি । ওটি উদ্ধার করে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দিয়ে আসার চেষ্টা করা হচ্ছে ।’।