এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২১ আগস্ট : আগামী ২৩ আগস্ট ইতিহাস সৃষ্টির মুখে ভারতের চন্দ্রযান-৩ মিশন ৷ চন্দ্রপৃষ্ঠে অবতরণের সমস্ত দাপ পেরিয়ে এসেছে ল্যান্ডার বিক্রম । সোমবার দুপুর দুটোয় দ্বিতীয় ডিবুস্টিং অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে ল্যান্ডার মডিউল । এখন শুধু চন্দ্রপৃষ্ঠে নামার অপেক্ষা । তার আগে চন্দ্রপৃষ্ঠের কিছু উপযুক্ত স্থানের ছবি পাঠিয়ে নিরাপদ অবতরণের স্থান জানলো বিক্রম । ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন এবং এভয়েডেন্স ক্যামেরার (LHDAC) সাহায্যে বিক্রমের পাঠানো ছবি শেয়ার করে আজ সোমবার ইসরো টুইট করেছে,’এই ক্যামেরা যা একটি নিরাপদ অবতরণ এলাকা সনাক্ত করতে সাহায্য করে — পাথর বা গভীর পরিখা ছাড়া — নামার সময় এসএসি/ইসরো-তে তৈরি করা হয়েছে ।’
ইসরোর টুইটের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হার্ট ইমোজি দিয়ে লিখেছেন, ‘অভিনন্দন ইসরো । ইতিহাস গড়ছে ভারত ! ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সমগ্র ভারতের জন্য গর্বের উৎস।ইসরো হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সংক্ষিপ্ত রূপ।’
আগের দিন ইসরো টুইট করেছিল,’চন্দ্রযান-৩ আগামী ২৩ আগস্ট ভারতীয় সময় বিকেল ৬.০৪ নাগাদ চাঁদে অবতরণ করবে। শুভেচ্ছা এবং ইতিবাচকতার জন্য ধন্যবাদ!চলুন একসাথে যাত্রার অভিজ্ঞতা অব্যাহত রাখি যখন অ্যাকশনটি এখানে লাইভ দেখা যাবে :ISRO Website isro.gov.in
YouTube youtube.com/watch?v=DLA_64…
Facebook facebook.com/ISRO
and DD National TV’.