এইদিন ওয়েবডেস্ক,বড়শুল(পূর্ব বর্ধমান),২৯ জুলাই : পূর্ব বর্ধমান জেলার বড়শুলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (পিএইচই) গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আজ শনিবার দুপুরে গুদাম থেকে ধোঁয়ার কুন্ডলী বের হতে দেখে গুদামের রক্ষী বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানায় । এরপর খবর পেয়ে দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । গুদামে মজুত ক্লোরিন বৃষ্টির জলের সংস্পর্শে এসে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে । এদিকে গুদাম থেকে ধোঁয়া আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা চোখ মুখ জ্বালা অনুভব করতে শুরু করেন । ফলে এনিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । বড়শুলের বিডিও সুবর্না মজুমদার জানিয়েছেন,আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে ।
বড়শুলের নতুন বাসস্ট্যাণ্ড এলাকায় রয়েছে পিএইচই-এর ওই গুদামটি । গুদামটির কিছুটা পাশেই রয়েছে ঘরবাড়ি । দপ্তর সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে গুদামে প্রায় ১৪ টনের মত ক্লোরিন এসেছিল । তার মধ্যে কিছুটা খরচ হয়, বাকি মজুত ছিল । এদিকে বর্ষার লাগাতার বৃষ্টিপাতের ফলে গুদামের করগেটের ছাউনির ফুটো দিয়ে বৃষ্টির জল চুঁইয়ে ওই ক্লোরিনের উপর এসে পড়লে রাসায়নিক বিক্রিয়ায় আগুনের সৃষ্টি হয় । গুদামের কর্মী তাপস মণ্ডল,নিরাপত্তা রক্ষী অভিজিৎ রায় বলেন,’এদিন দুপুর নাগাদ গুদামের ভিতর থেকে প্রচুর ধোঁয়া বের হতে শুরু করে । এই দেখে আমরা বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে খবর দিই । তারপর দমকলবাহিনী এসে আগুন নেভায় ।’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,গুদামে অগ্নিকাণ্ডের জেরে উদ্ভুত ধোঁয়ার কারনে আশপাশের বাসিন্দাদের চোখ মুখ খুব জ্বালা করছিল । সেই কারনে স্থানীয়দের তরফ থেকে দমকল অফিসে খবর দেওয়া হয়েছিল । কিন্তু দমকলের একটা ইঞ্জিন আসতে গড়িমসি করে । যেকারনে এলাকার সাধারণ মানুষকে নাকাল হতে হয় । এনিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন ।।