একদিন ওয়েবডেস্ক,পুনে,০৬ জুলাই : একটি ইংরাজি মাধ্যম স্কুলের হিন্দু পড়ুয়াদের খ্রিস্টান প্রার্থনা পাঠ করতে বলায় অধ্যক্ষকে বেদম পেটালো বজরং দলের কর্মীরা । ঘটনাটি ঘটেছে পুনে শহরের তালেগাঁও দাভাদে এলাকার ডিওয়াই পাটিল স্কুলে । স্কুলের ভিতরেই আলেকজান্ডার কোটস নামে ওই অধ্যক্ষকে পিছু ধাওয়া করে পেটায় বজরং দলের কর্মীরা । ছিঁড়ে দেওয়া হয় অধ্যক্ষের জামা । মারধরের দৃশ্য স্কুলের ছাত্রীদের টয়লেটের বাইরে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় । সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,সম্প্রতি হিন্দু পড়ুয়ারা স্কুলে খ্রিস্টান প্রার্থনার কথা অভিভাবকদের বিষয়টি জানালে এনিয়ে তোলপাড় শুরু । এদিকে ঘটনার কথা জানাজানি হতেই বেশ কয়েকজন বজরং দলের কর্মী স্কুলে উপস্থিত হন এবং স্কুল প্রাঙ্গনে অধ্যক্ষকে পিছু ধাওয়া করে বেদম পেটান । প্রাণ বাঁচাতে অধ্যক্ষ কোনো রকমে দৌড়ে নিরাপদ জায়গায় পালিয়ে যান । এদিকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তালেগাঁও দাভাদে ডিওয়াই পাটিল হাই স্কুলের অধ্যক্ষ আলেকজান্ডার কোটসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
অভিভাবকদের অভিযোগ,স্কুলের হিন্দু পড়ুয়াদের যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করতে বাধ্য করেন অধ্যক্ষ ৷ শুধু তাইই নয়,হিন্দুদের উৎসবে ছুটি পর্যন্ত দেওয়া হয়না ওই স্কুলে । এছাড়া মেয়েদের টয়লেটের ভেতরে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে । বজরং দলের একজন কর্মী বলেন,’যখন আমরা এর মোকাবিলা করতে স্কুলে আসি, তখন আমরা দেখতে পাই অবিভাবকদের সব অভিযোগই সত্যি ।’।