এইদিন ওয়েবডেস্ক,নায়প্যিদা,১৫ জুন : ২০২১ সালের ফেব্রুয়ারীতে সামরিক অভ্যুত্থানের প্রথম ২০ মাসে ৬,৩৩৭ জন মানুষ নিহত হয়েছে বলে একটি প্রতিবেদনে জানিয়েছে অসলো পিস রিসার্চ ইনস্টিটিউট । ২০২১ সালের পয়লা ফেব্রুয়ারী থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে । প্রতিবেদন অনুযায়ী,আহত হয়েছে ২,৬১৪ জন মানুষ । প্রতিবেদনে বলা হয়েছে,মৃতদের মধ্যে ৩ হাজার ৩ জন সেনা, পুলিশ ও মিলিশিয়া এবং আরও ২ হাজার ১৫২ জন সশস্ত্র বিরোধী গোষ্ঠীর সদস্য । এই পরিসংখ্যান মিয়ানমার থেকে পাওয়া “নির্ভরযোগ্য” সংবাদ সূত্রের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়েছে ।
প্রতিবেদনের লেখকদের অন্যতম স্টেইন তানিসিন বলেছেন যে আমাদের তথ্য দেখায় যে এই উত্তেজনায় মানুষের হতাহতের সংখ্যা পূর্বে যে রিপোর্ট করা হয়েছিল তার চেয়ে বেশি এবং সামরিক শাসন প্রধান হত্যাকারী। সামরিক শাসন বিরোধী শক্তির হাতও রক্তে রঞ্জিত ।
প্রসঙ্গত,মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করার পর শান্তিপূর্ণ বিক্ষোভকেও নির্মমভাবে দমন করে। স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, এদেশের সেনাবাহিনীর হাতে ২৩,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে ।।

