এইদিন ওয়েবডেস্ক,গ্রিস,১৫ জুন : ইউরোপের উদ্দেশ্যে রওনা হওয়া অভিবাসীদের বহনকারী একটি মাছ ধরার নৌকা বুধবার গ্রিসের কাছে ভূমধ্যসাগরে ডুবে গিয়ে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে । এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে । গ্রিসের কোস্ট গার্ড, নৌবাহিনী, বণিক জাহাজ এবং বিমান বাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে । তবে কতজন যাত্রী জলে বা জাহাজে আটকে আছে তা স্পষ্ট নয় । গ্রিসের দক্ষিণাঞ্চলীয় পেলোপনিস উপদ্বীপের প্রায় ৭৫ কিলোমিটার (৪৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় এই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে । এখন পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে । গ্রীক কোস্ট গার্ড জানিয়েছে,জীবিতদের মধ্যে মিশরের ৩০ জন, পাকিস্তানের ১০ জন, সিরিয়ার ৩৫ জন এবং ফিলিস্তিনি ২ জন রয়েছেন ।বেঁচে থাকা পঁচিশ জন হাইপোথার্মিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । স্থানটি ভূমধ্যসাগরের গভীরতম অঞ্চলের কাছাকাছি এবং এই ধরনের গভীরতা একটি ডুবে যাওয়া ধাতব জাহাজের সন্ধান করা খুবই কঠিন ।
ইতালিগামী নৌকাটি পূর্ব লিবিয়ার টোব্রুক এলাকা থেকে যাত্রা করেছিল বলে মনে করা হচ্ছে । প্রসঙ্গত,২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর লিবিয়ার স্বৈরাচারী শাসক মোয়াম্মার গাদ্দাফিকে হত্যা করার পর থেকে দেশটি বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয় । অস্থিতিশীলতা সুযোগ নিয়ে মানব পাচারকারীরা পরবর্তীতে লিবিয়াকে করিডর হিসাবে ব্যবহার করতে শুরু করে । তারপর থেকে লিবিয়াকে প্রস্থান পয়েন্টগ করে জলপথে নৌকায় ইউরোপে মানব পাচার হয়ে আসছে । মধ্য ভূমধ্যসাগরের মধ্য দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইতালিতে অভিবাসনের পথটি বিশ্বের সবচেয়ে মারাত্মক, জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর রিপোর্ট অনুযায়ী ২০১৪ সাল থেকে সেখানে ১৭,০০০ জনেরও বেশি মৃত্যু এবং নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে ।।

