এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,১৪ জুন : অর্থপাচার মামলায় বুধবার তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বালাজিকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর । মঙ্গলবার সেন্থিল বালাজির করুর ও চেন্নাইয়ের বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট অফিসাররা । এর আগে শারিরীক ভাবে অস্বস্তি অনুভব করায় মন্ত্রীকে নগরীর ওমান্দুরার পান্নোকু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল ।
এদিন সেন্থিল বালাজিকে একটি বিশেষ আদালতে হাজির করা হতে পারে, যেখানে ইডি মন্ত্রীকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে বলে ইডি সূত্রের খবর ।
বালাজি আগে সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজগাম (এআইএডিএমকে) তে ছিলেন এবং প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার সরকারের পরিবহণ মন্ত্রী ছিলেন । বর্তমানেও তিনি তামিলনাড়ুর ক্যাবিনেট মন্ত্রী । কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট পুলিশ এবং ইডিকে বালাজির বিরুদ্ধে অর্থপাচার কেলেঙ্কারির তদন্ত করার অনুমতি দেয় । এরপরেই অভিযানে নামে ইডি । মঙ্গলবার ইডি অর্থ পাচারের তদন্তের অংশ হিসাবে চেন্নাই, করুর এবং ইরোডে বালাজির ঠিকানাগুলিতে অভিযান চালিয়েছে । শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়েছে । এদিকে প্রতিমন্ত্রী পিকে শেখর বাবু দাবি করেছেন
বালাজিকে “হয়রানি” করা হচ্ছে । এছাড়া ডিএমকের মন্ত্রীরা গ্রেফতারর তীব্র নিন্দা করছেন। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বালাজির গ্রেফতারিকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে নিন্দা করেছে । তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় দাবি করেছেন ইডিকে অপব্যবহার করা হচ্ছে । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, বিরোধী দলগুলির বিরুদ্ধে ইডিকে ব্যবহার করছে কেন্দ্র সরকার ।।

