এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ জুন :রাজনৈতিক প্রতিদ্ধন্দীতার মধ্যে সৌজন্যতার ছবি। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক অফিসে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে আসার সময় তাদের পাশে ছিলেন ভাতার বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতা মহেন্দ্রনাথ কোঁয়ার। অফিসের সামনে তার সঙ্গে মুখোমুখি হয়ে যান ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। মানগোবিন্দ ও মহেন্দ্রনাথ দুই ভিন্ন রাজনৈতিক মেরুর হলেও একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন। বিধায়ক জানতে চাইলেন,’কোনও সমস্যা হয়নি তো ?’ আর মহেন্দ্রনাথ কোঁয়ার বিধায়ককে বললেন,’এখনও পর্যন্ত সব ঠিক আছে। শান্তিপূর্ণভাবেই মনোনয়ন জমা হচ্ছে। গননার দিন পর্যন্ত যাতে এরকম থাকে সেটা দেখবেন দাদা ।’ মানগোবিন্দবাবু তাকে আশ্বস্ত করে বললেন, আমাদের এলাকায় ভোট শান্তিপূর্ণভাবেই হবে। যদি আমার সহযোগিতা প্রয়োজন হয় আমাকে বোলো। নিশ্চয়ই সহযোগিতা করব ।’
এদিন বিধায়ক মানগোবিন্দবাবু তখন দলীয় কার্যালয়ে দিকে যাচ্ছিলেন। বর্ধমান কাটোয়া রাজ্যসড়কের ধারেই ভাতার বিডিও অফিস। সেসময় বিজেপি নেতা মহেন্দ্রনাথ কোঁয়ার তাদের দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করে অফিস থেকে বেড়িয়ে আসছিলেন। তখনই দূজন মুখোমুখি হন। হাসিমুখে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন।
মঙ্গলবারেও দেখা যায় বেশ কয়েকজন বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেন সিপিএমের ও কংগ্রেসের কয়েকজন প্রার্থীও। তবে মঙ্গলবার পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে তেমন দেখা যায়নি। তবে তৃণমূলের অনেকেই ফর্ম তুলে রাখেন। মনোনয়ন ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা।
মহেন্দ্রনাথ কোঁয়ার বলেন,’আমরা পুলিশ প্রশাসনের ভূমিকায় যথেষ্ট খুশি। এলাকায় কোনও ঝামেলা হয়নি। পুলিশ ভালো ভূমিকা পালন করছে। তবে শেষ পর্যন্ত এইরকম কাটলেই ভালো হয়। মানুষ যেন নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করতে পারেন ।’।

