এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ জুন : ‘পশ্চিমবঙ্গের সরকার অনগ্রসর শ্রেণীর (ওবিসি) তালিকায় স্পষ্টতই কারচুপি করেছে । প্রায় ৯০ শতাংশ মুসলিম তালিকার ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে । একইভাবে ‘বি’ ক্যাটাগরিতেও অর্ধেকের বেশি মুসলমানকে রাখা হয়েছে । এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্য সরকার বলে যে এদের অধিকাংশই আগে হিন্দু ছিল এবং রাজ্যের হিন্দুরা ব্যাপকভাবে ধর্মান্তরিত হয়েছে । ওবিসি-র তালিকায় স্থান পেয়েছে অধিকাংশ মুসলিম জাতি। বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলমানদেরও অন্যান্য অনগ্রসর শ্রেণির সুবিধা দেওয়া হচ্ছে । পশ্চিমবঙ্গের আসল অনগ্রসর শ্রেণীর অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলমানদের দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।’
বৃহস্পতিবার দিল্লির মহারাষ্ট্র সদনে একটি সাংবাদিক সম্মেলনে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ন্যাশনাল কমিশন ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাসের (এনসিবিসি) চেয়ারম্যান হংসরাজ আহির ( Hansraj Ahir) । তিনি বলেন,’পশ্চিমবঙ্গের ওবিসি তালিকায় ১৭৯ টি জাতি রাখা হয়েছে । তার মধ্যে ১১৮ টি মুসলিম এবং ৬১ টি হিন্দু ওবিসি । এরাজ্যে হঠাৎ করে এত ওবিসি তৈরি হওয়ায় আমরা হতবাক।’ তিনি আরও বলেন, ওবিসি-র কেন্দ্রীয় তালিকায় কুরেশি মুসলিম জাতিকে অন্তর্ভুক্ত করার জন্য অনগ্রসর শ্রেণীর জাতীয় কমিশনের কাছে প্রস্তাব পাঠালেও পশ্চিমবঙ্গ সরকার নিজেই ওবিসি তালিকায় কুরেশি মুসলমানদের অন্তর্ভুক্ত করেনি ।
এনসিবিসির চেয়ারম্যান হংসরাজ আহির বলেন, কমিশনের দলটি চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি রাজ্যে একটি সফর করেছিল। তদন্তকালে পশ্চিমবঙ্গের সরকারি সংস্থা কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে হিন্দুদের ব্যাপকভাবে ইসলাম গ্রহণের তথ্য দেওয়া হয়েছে । ওবিসি তালিকায় এমন লোক রয়েছে যারা আসলে ওবিসি নয় । এমনও দেখা গেছে যে বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদেরও এই তালিকায় স্থান দেওয়া হয়েছে ।’
যদিও এনিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তরফ থেকে অফিসিয়ালি কোনো বিবৃতি পাওয়া যায়নি । তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড ও রাজস্থানে অনগ্রসর শ্রেণীর (ওবিসি) তালিকায় কারচুপির অভিযোগ তুলেছেন এনসিবিসির চেয়ারম্যান হংসরাজ আহির ।।

