এইদিন ওয়েবডেস্ক,দামোহ,০৯ জুন : ছাত্রীদের হিজাবের মতো হেড স্কার্ফ পরতে বাধ্য করার অভিযোগে একটি বেসরকারী স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার । মধ্যপ্রদেশের দামোহ (Damoh) জেলায় ‘গঙ্গা জামনা হায়ার সেকেন্ডারি স্কুল’-এর মেধাতালিকা সম্প্রতি প্রকাশ্যে এলে দেখা যায় বেশ কয়েকজন হিন্দু ছাত্রীর হিজাব পরা ছবি রয়েছে । এনিয়ে তুমুল আলোড়ন শুরু হলে ওই স্কুলের বিরুদ্ধে হিন্দু ছাত্রীরা একে একে মুখ খুলতে শুরু করে । ওই স্কুলের একজন প্রাক্তন ছাত্রী সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন,’যখন আমি তিলক লাগিয়ে স্কুলে গেলে মুছে দেওয়া হত । আমি যখন মাঙ্গলিক তাগা পরে স্কুলে যেতাম, তখন তারা তা কেটে দিত। তারা আমাদের মারধর করত এবং নামাজ পড়তে বাধ্য করত ।’
এদিকে বিষয়টি নিয়ে শোড়গোল শুরু হলে নড়েচড়ে বসে রাজ্য সরকার । বৃহস্পতিবার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন,’ওই স্কুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ (ধর্মীয় অনুভূতিতে উস্কানি দেওয়া),৫০৬বি(অপরাধ করার অভিপ্রায়) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে । তদন্ত থেকে যে তথ্য বেরিয়ে আসবে তার ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।’
প্রসঙ্গত,রাজধানী ভোপাল থেকে ২৫০ কিলোমিটার দূরে রয়েচজে দামোহের গঙ্গা যমুনা উচ্চ বিদ্যালয় । সম্প্রতি ওই বিদ্যালয়ের ছাত্রীদের ইউনিফর্মের অংশ হিসাবে হিজাবের মতো হেড স্কার্ফ পরা একটি পোস্টার ভাইরাল হয় । এনিয়ে বিতর্কের সৃষ্টি হতেই মধ্যপ্রদেশের শিক্ষা বিভাগ গত সপ্তাহে ওই স্কুলের স্বীকৃতি স্থগিত করেছে । মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধবার বলেছেন যে এই বিষয়ে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সত্যের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।।