এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,০৮ জুন : ‘জিজিয়া কর’ দিতে অস্বীকার করায় উত্তর-পশ্চিম নাইজেরিয়ার সোকোটো রাজ্যের ৩ টি গ্রামে নির্বিচারে গুলি করে ৩৭ জন নিরীহ গ্রামবাসীকে মারলো সন্ত্রাসবাদীরা । আহত হয়েছে আরও কয়েক ডজন গ্রামবাসী । পরে মৃতদেহগুলি কবরস্থ করতে গেলে সন্ত্রাসবাদীরা গ্রামবাসীদের তাড়া করে ছত্রভঙ্গ করে দেয় । এলাকার বাসিন্দারা সাহারার রিপোর্টার্সকে জানান,শনিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা রাকা, ফিলিন-গাওয়া ও রাকা-দুতসে চড়াও হয় এবং বাসিন্দাদের ওপর নির্বিচারে গুলি চালায় । টাঙ্গাজার প্রাক্তন চেয়ারম্যান বাশার কালেনজেনি নিশ্চিত করেছেন যে রাকাতে ১৮ জন, ফিলিন-গাওয়াতে ১৭ জন এবং রাকা-দুতসেতে ২ জন গ্রামবাসী নিহত হয়েছেন ।
তিনি বলেন,’আমরা রাতে মৃতদেহগুলি কবরস্থ করতে চেয়েছিলাম কিন্তু সন্ত্রাসীরা ফিরে এসে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। রবিবার সকাল পর্যন্ত, মৃতদেহগুলি সমাধিস্থ করা সম্ভব হয়নি ।’ তিনি বলেন,’সন্ত্রাসবাদীরা গ্রামবাসীদের উপর শুল্ক আরোপ করেছিল । অবিলম্বে সেই শুল্ক মেটানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং বাসিন্দাদেরদের জীবন যাপন কেমন হবে তার একটা নির্দিষ্ট গাইডলাইন ঠিক করে দিয়েছিল সন্ত্রাসবাদীরা ।
কিন্তু গ্রামবাসীরা সন্ত্রাসবাদীদের ওই নির্দেশ মানতে অস্বীকৃতি জানায় এবং সেই কারণে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়ে ৩৭ জনকে হত্যা করে এবং বেশ কয়েকজন বন্দুকের গুলিতে গুরুতর আহত হয় । আহতরা বর্তমানে গোয়াদাবাওয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ।’
প্রাক্তন চেয়ারম্যান আরও বলেন,’হতাহতের সঠিক সংখ্যা এখনো স্পষ্ট নয় । ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে । এই মুহুর্তে আমরা মৃতদেহগুলি কবর দেওয়ার জন্য গ্রামে নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তা কর্মীদের আসার অপেক্ষা করছি ।’এদিকে সোকোটো স্টেট পুলিশ কমান্ডের মুখপাত্র এএসপি আহমেদ রুফা তার মোবাইল ফোন বন্ধ রেখে দেওয়ায় তার সাথে যোগাযোগ করা যায়নি ।।