এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৮ এপ্রিল : অষ্টম দফা নির্বাচনের তিন সপ্তাহে আগে মালদহের মালতীপুর বিধানসভার জালালপুর স্কুল মাঠে দলীয় প্রার্থী
মতিউর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিলেন মিম সুপ্রিমো আসারউদ্দিন ওয়েইসি ।
বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভাতেও মিম প্রার্থী মোফারেক্কলের সমর্থনে জনসভা করেন তিনি ৷ সেখান থেকে হেলিকপ্টারে চন্দ্রপাড়া ফুটবল মাঠে নামেন ৷ এরপর জালালপুরে এসে পৌঁছয় আসারউদ্দিনের কনভয় । জালালপুরে ওয়েইসি ছাড়াও উপস্থিত ছিলেন বিহারের মিম বিধায়ক আক্তারুল ইমাম,হাইদ্রাবাদ পৌরসভা গুলির কর্পোরেটর সরফরাজ সিদ্দিকী,ইমরান মইন,মুক্তাদির বাবা সহ মালদা জেলার মিম সংগঠনের নেতা ও কর্মীরা ।
আসাদউদ্দিন ওয়েইসি এদিন কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুসলিমদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে সরব হন । পাশাপাশি তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি ভাই বোনের জুটি । এরা দুইজনে মিলেই মুসলিমদের বঞ্চনা করছে।’ সভা শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে মিম সুপ্রিমো জানান বাংলায় প্রচারে এসে ভালো সাড়া মিলছে আরো পরিশ্রম করতে হবে। এবারে মাত্র ৬ টি বিধানসভা কেন্দ্রে লড়াই করলেও,পরবর্তীতে লোকসভাতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে মিম ।
ওয়াইসির দাবি, ‘মিম ভোট কাটার জন্য লড়ছে না। ভোট কাটলে বিগত লোকসভায় আমি প্রার্থী দিইনি উত্তর মালদহের কেন্দ্রে । তা সত্ত্বেও বিজেপি কিভাবে জয়ী হল ? কারন তৃণমূলের লোকেরাই বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিল ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘আমি বাংলায় আজ নয়, বারবার আসব ।’ মালতীপুর বিধানসভার মিম প্রার্থী মতিউর রহমানকে জয়ী করলে জনতার পাশে থাকবে বলে দাবি করেছেন ওয়েইসি।
এদিনের সভায় সংখ্যালঘু মানুষ জনের উল্লেখযোগ্য উপস্থিতি রক্তচাপ বাড়িয়েছে মুসলিম অধ্যুষিত মালতিপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস,তৃণমূল উভয়েরই । এমনটাই দাবি করছে মালতীপুর বিধানসভার মিম নেতৃত্ব । এখন মিম নেতৃত্বের এই দাবি কতটা বাস্তবায়িত হল তা ২ রা মে গননার পরেই জানতে পারা যাবে ।।