প্রদীপ চট্টোপাধ্যায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০১ জুন : ডাকাতির আগেই তিন দুষ্কৃতীকে পাকড়াও করল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম নয়ন শেখ,গদাই বাগদি ও লাদেন সেখ । তাদের মধ্যে প্রথম জনের বাড়ি মঙ্গলকোট থানার কল্যাণপুর গ্রামে । অপর দু’জন যথাক্রমে গোপালপুর ও গতিষ্ঠা গ্রামে । ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপ গান,তিন রাউণ্ড গুলির পাশাপাশি দড়ি, শাবল,লোহার রড প্রভৃতি ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর,বুধবার রাত বারোটা নাগাদ মঙ্গলকোট থানায় খবর আসে মুখ ঢাকা ৩ দুষ্কৃতী গতিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে গাড়ি আটকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে লুটপাট চালাচ্ছে । খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যায় মঙ্গলকোট থানার পুলিশের টহলদারি ভ্যান । এদিকে পুলিশের গাড়ি দেখেই ওই তিন দুষ্কৃতী ছুটে পালানোর চেষ্টা করে । কিন্তু পুলিশ তাদের পিছু ধাওয়া করে ধরে ফেলে । তারপর তাদের তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ । বৃহস্পতিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তুলে পুলিশ ৩ জনকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতদের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।।

