শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),৩১ মে : মামার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের জলে ডুবে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক কিশোরের । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার রাইগ্রামে । মৃত কিশোরের নাম সূর্য বাগ(১০) । তার বাড়ি একই থানা এলাকার সাহাপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
জানা গেছে,সাহাপুর গ্রামের বাসিন্দা পেশায় জনমজুর সঞ্জিত বাগের একমাত্র ছেলে সূর্য । মঙ্গলবার সঞ্জিতবাবুর শ্বশুরবাড়ি রাইগ্রামে গ্রামে মনসা পূজো ছিল । সেই কারনে স্ত্রী ও ছেলেকে নিয়ে সোমবার বিকেল নাগাদ তিনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন । আজ বুধবার সকাল ১০ টা নাগাদ পরিবারের অনান্য শিশুদের সঙ্গে মামার বাড়ির পিছনে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল সূর্য । সেই সময় সে পা পিছলে পুকুরের জলে পড়ে গিয়ে তলিয়ে যায় । সঙ্গে থাকা অনান্য শিশুরা বাড়িতে এসে খবর দিলে সকলে পুকুর পাড়ে এসে জড়ো হয় । তারপর পরিবারের পুরুষ সদস্যরা পুকুরে জলে নেমে খোঁজাখুঁজি শুরু করে । কিছুক্ষণ পর গভীর জল থেকে ওই কিশোরকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করা হয় । তারপর তড়িঘড়ি মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কিশোরকে মৃত বলে ঘোষণা করে । উৎসবের আবহে মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম ।।

