এইদিন ওয়েবডেস্ক, বর্ধমান,১৩ নভেম্বর: টানা কয়েকমাস ধরেই মানবজাতির ওপর নেমে এসেছে চরম বিপর্যয়। এই কঠিন সময় কবে কাটবে তানিয়ে চিন্তিত সকলেই। তারই মধ্যে চলছে বেঁচে থাকার লড়াই। অস্তিত্বরক্ষার বিরামহীন সংগ্রাম। এই তমসাকে কাটিয়ে ওঠার কামনা করে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে কার্জনগেটের সামনে শুক্রবার সন্ধ্যায় দিপাবলীর প্রদীপমালা সাজিয়ে গণপ্রার্থনা করা হল। ভাবনা ‘বর্ধমান ওয়েভ’ নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার।
করোনার অভিশাপে স্বাভাবিক জীবন ছিন্নভিন্ন।মানুষে মানুষে দূরত্ব বেড়েছে। মানুষ বিভ্রান্ত।মানসিক জগত গ্রাস করেছে একরাশ হতাশায়। এই কঠিন অন্ধকারময় পরিস্থিতির অন্ত কোথায়? নিস্কৃতি কবে মিলবে?তার উত্তর অজানা সকলের কাছে। তবু আশাবাদী আমরা।তাই সেই আশা বুকে নিয়ে এদিন বর্ধমান ওয়েভ ‘জ্বালাও প্রাণের প্রদীপ ‘ শীর্ষক অনুষ্ঠানে সামিল হয়।সংস্থার সদস্যদের সঙ্গে সাথ দেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃপ্রবীর সেনগুপ্ত , ডেপুটি সুপার ডাঃ কুণালকান্তি দে, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা,প্রাক্তন তথ্য উপ-অধিকর্তা অরবিন্দ সরকার জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী প্রমুখ।সঞ্চালনায় ছিলেন শ্যামাপ্রসাদ চৌধুরী।