এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৯ মে : ঈদের অনুষ্ঠান সম্প্রচার করার অপরাধে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বে খোস্ত প্রদেশের তিনটি গণমাধ্যমের প্রধান এবং একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে তালিবান জঙ্গিরা । গ্রেফতারির পর ওই ৪ জনকে অজানা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর । আফগানিস্তান জার্নালিস্ট সেন্টার মঙ্গলবার ওই ৪ জনের গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছে । সংগঠনটি জানিয়েছে,তালিবানের হাতে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন-ঘারঘাষ্ট রেডিও অ্যান্ড টিভির (Gharghasht Radio and TV)প্রধান সম্পাদক সখি সারওয়ার মিয়াখিল(Sakhi Sarwar Miakhil), রেডিও ওলাসের(Radio Wolas) প্রধান সম্পাদক মোহাম্মদউদ্দিন শাহ খিয়ালি (Mohammaduddin Shah Khiyali) রেডিও চায়নার(Radio China) প্রধান সম্পাদক পামির আন্দিশ (Pamir Andish) এবং রেডিও নানের (Radio Nan)প্রতিবেদক আব্দুর রহমান আশনা (Abdul Rahman Ashna) ।
প্রসঙ্গত,তালিবানদের হাতে সাংবাদিকদের গ্রেফতার নজিরবিহীন নয় । এর আগেও খোস্তের স্থানীয় এক সাংবাদিকক তালিবান জঙ্গিদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তিন মাস পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। চলতি বছরের শেষ তিন মাসে আফগানিস্তানের মুক্ত গণমাধ্যমের উপর বিধিনিষেধ বৃদ্ধির বিষয়ে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) একটি প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছে । আর এর মাঝেই তালিবানরা খোস্তের চারটি স্থানীয় গণমাধ্যমের কর্মকর্তাদের গ্রেপ্তার করল ।।