এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ(পাকিস্তান),০৯ মে : দুর্নীতি মামলায় রাজধানী ইসলামাবাদে আদালতে হাজিরা দেওয়ার সময় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে ।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতা মুসাররাত জামশেদ চিমা মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, ইমরান খান যখন বায়োমেট্রিক্স পদ্ধতির জন্য এদিন আদালতে গিয়েছিলেন তখন রেঞ্জার্সরা তাকে তুলে নিয়ে যায় । ইসলামাবাদের একজন শীর্ষ পুলিশ আধিকারিক ডক্টর আকবর নাসির খান জানিয়েছেন, আল-কাদির ট্রাস্টের একটি মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার গত পয়লা মে ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি (এনএবি) । ইমরান খানের পিটিআই দলের নেতা ফাওয়াদ চৌধুরী টুইট করেছেন যে ইসলামাবাদ হাইকোর্ট কমপ্লেক্স থেকে পাকিস্তানি আধাসামরিক বাহিনীর দ্বারা তাকে “অপহরণ” করা হয়েছে এবং তাদের দলনেতা “নির্যাতনের শিকার” হয়েছেন । পিটিআই-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করা হয়েছে, ‘পাকিস্তানের সাহসী জনগণকে অবশ্যই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে এবং তাদের দেশকে রক্ষা করতে হবে ।’এদিকে ইমরান খানকে গ্রেপ্তারির বিষয়ে সরকারি কর্মকর্তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক । এদিকে ইমরানের গ্রেফতারির পর পাকিস্থান জুড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির কর্মী ও সমর্থকরা ।
গত বছরের এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ার পর ক্ষমতা চ্যুত হন ইমরান খান । তারপর থেকে তিনি চলতি বছরের অক্টোবরে জাতীয় নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছেন । ফলে ইমরান খান গ্রেফতার হওয়ায় নির্বাচনী প্রচারে তার দল অনেকটাই পিছিয়ে পড়বে বলে মনে করা হচ্ছে ।।