এইদিন ওয়েবডেস্ক,ডালাস,০৮ মে : আমেরিকার ডালাসে বন্দুকবাজের হানায় ভারতীয় বংশোদ্ভূত মহিলা ইঞ্জিনিয়াসহ ৯ জনের মৃত্যু হয়েছে । নিহত ইঞ্জিনিয়ারের নাম ঐশ্বরিয়া তাতিকোন্ডা(২৭) । ডালাসের একটি মলের বাইরে এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে । হত্যাকারীর নাম মৌরিসিও গার্সিয়া । পুলিশের হামলাকারীও গুলিতে খতম হয় ।
জানা গেছে,হায়দ্রাবাদের সরুরনগরের বাসিন্দা ঐশ্বরিয়া তাতিকোন্ডা আমেরিকার একটি বেসরকারি কোম্পানির প্রজেক্ট ম্যানেজার ছিলেন । সেখানে তিনি দুই বছর ধরে কাজ করছিলেন । ঐশ্বরিয়া যখন ডালাসের উপকণ্ঠে অ্যালেন প্রিমিয়াম স্টোরে কেনাকাটা করছিলেন তখন বন্দুকবাজ হামলা চালায় ।
তিনি টেক্সাসের ম্যাককিনিতে থাকতেন । তবে তার পরিবার ভারতে রয়েছে । নিহত তরুনীর মৃতদেহ ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে তার পরিবার । এদিকে ঐশ্বরিয়া তাতিকোন্ডার এক বন্ধুও গুলি লেগে গুরুতর আহত হয়েছে । ডালাসের স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে ।।