এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩১ মার্চ : আচমকা আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল মালদার ইংরেজবাজার শহরের একটি বাড়ির একাংশ । অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গৃহকর্তা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের পিরোজপুরের হরিজন পাড়ায় । খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে । কিন্তু তার আগেই ২-৩ লাখ টাকার সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে যায় বলে দাবি বাড়ির মালিকের ।
জানা গেছে,পিরোজপুরের হরিজন পাড়ার বাসিন্দা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও তাঁর দাদা পাশাপাশি বাড়িতে পরিবারে নিয়ে বসবাস করেন । কৃষ্ণেন্দুবাবুর মেয়ের অসুস্থতার কারনে কলকাতায় চিকিৎসা চলছে । সেই কারনে মেয়েকে নিয়ে তাঁর স্ত্রী কিছুদিন ধরে কলকাতাতেই রয়েছেন । মঙ্গলবার রাতে বাড়িতে একাই ছিলেন কৃষ্ণেন্দুবাবু ।
কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, গভীর রাতে দাদা-বউদির চিৎকারে ঘুম ভেঙে যায় । তখন বাইরে এসে দেখি আমার বাড়ির দু’তলায় ঠাকুর ঘরে আগুন লেগেছে ৷ ঘরের ভিতরের মালপত্র দাউদাউ করে জ্বলছে । এই দেখে প্রথমে আমি দমকল ও হরিশচন্দ্রপুর থানায় ফোন করি । পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা করি । আগুন নেভাতে গিয়ে আমার শরীরের কিছুটা ঝলসে যায় । তারপর দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নেভায় । কিন্তু তার আগেই ঘরের ভিতরে থাকা কাঠের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী নিয়ে মোট ২-৩ লাখ টাকার সামগ্রী আগুনে ভস্মীভুত হয়ে যায় ।’ বিষয়সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই কেউ চক্রান্ত করে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন বাড়ির মালিক । যদিও বুধবার বিকেল পর্যন্ত এনিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে