প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৫ মার্চ : বর্ধমানের রসিকপুরে বোমা বিস্ফোরণে এক শিশুর মৃত্যু ও অপর এক শিশুর জখম হওয়ার ঘটনায় গ্রেপ্তার হল এক যুবক । ধৃতের নাম শেখ আউলিয়া ওরফে আলি। রসিকপুরের মসজিদতলায় তার বাড়ি । বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ বর্ধমান থানায় নিয়ে যায় । জেরার তার কথায় অসঙ্গতি ধরা পড়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করে ।পুলিশের দাবি বোমা কারবারে জড়িত আউলিয়া আগেও একাধিকবার রসিকপুরে বোমা সরবরাহ করেছে । বৃহস্পতিবার পুলিশ ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে । তদন্তের প্রয়োজনে ধৃতকে ৭ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় তদন্তকারী অফিসার । সিজেএম ধৃতকে তিন দিন পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে ,গত সোমবার বেলা ১১ টা নাগাদ রসিকপুরে বাড়ির কাছেই খেলছিল শেখ আফরোজ (৭) ও তাঁর আত্মীয় শেখ ইব্রাহিম (৮)। খেলার সময়ে কাছেপিঠে ভ্যাটের মধ্যে বলের মতো কিছু পড়ে থাকতে দেখে ওই শিশুরা । আফরোজ বল ভেবে সেটি কুড়োতে যায় । তখনই পর দুটি বোমা বিকট শব্দে ফাটে । সেই বিস্থোরণে আফরোজ ও ইব্রাহিম জখম হয় । দুই জনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানে কর্তব্যরত চিকিৎসক আফরোজকে মৃত ঘোষণা করেন । ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এই ঘটনার ভিত্তিতে পুলিশ খুন , জখম ও বিস্ফোরক আইনে মামলা রুজু করে তদন্তে নামে । ঘটনার পর রাজ্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল ও সিআইডির আধিকারিকরা ঘটনাস্থলে তদন্তে আসেন । ঘটনাস্থল থেকে রক্ত সহ নানা নমুনা তাঁরা সংগ্রহ করে নিয়ে যান ।
তদন্তে নেমে পুলিশ বোমা পাচারের ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে ও বিভিন্ন সূত্র মাধ্যমে আউলিয়ার বোমা কারবারে জড়িত থাকার কথা জানতে পারে । এরপরেই আউলিয়াকে আটক করে পুলিশ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে । জেরায় অসঙ্গতি ধরা পড়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে ।।