এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,৩০ মার্চ : এক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ধর্ণা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘রামনবমীর দিন যদি কোনো মুসলিম এলাকায় হামলা হয় তাহলে কাউকে রেয়াত করা হবে না’ । কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উলটোটা । রাজ্যের প্রশাসনিক ভবন ‘নবান্ন’-এর অনতিদূরে হাওড়ার শিবপুরে রামনবমীর শোভাযাত্রা লক্ষ্য করে এলোপাথাড়ি ইঁট-পাথর ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । এমনকি শোভাযাত্রা লক্ষ্য করে বোমা ছোড়ারও অভিযোগ উঠেছে । প্রশাসনের অনুমতি নিয়ে আয়োজিত শোভাযাত্রার উপর কিভাবে দুষ্কৃতী হামলা হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ ।
স্থানীয় সূত্রে খবর, রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে হাওড়ার শিবপুরে ‘অঞ্জনি পুত্র সেনা’ নামে একটি সংগঠনের তরফ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়েছিল । শোভাযাত্রা কিছুটা এগোতেই আশপাশের বাড়ির ছাদ ও রাস্তা থেকে পূণ্যার্থীদের লক্ষ্য করে এলোপাথাড়ি ইঁট, পাথর ছোড়া হয় । কয়েকটি বোমা নিক্ষেপও করা হয় বলে অভিযোগ । রাস্তায় জায়গায় জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয় । পরিস্থিতি সামাল দিতে নামে পুলিশ ও র্যাফ ।
এদিকে রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । তিনি শোভাযাত্রায় হামলার মুহুর্তের ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন,’রাম নবমীর মিছিলে হামলা। নানা বাংলাদেশ নয়, নবান্ন যে জেলায় অবস্থিত সেই হাওড়ায়। এখনও চোখ বন্ধ করে বসে থাকবেন? পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যা হাল তাতে রাম নবমীর শোভাযাত্রা নির্বিঘ্নে সম্ভব নয়। প্রকাশ্যে মৌলবাদীরা ইঁট পাটকেল ছুঁড়ছে, ভক্তদের গাড়িতে আক্রমণ করছে, পুলিশকে আক্রমণ করছে। এর পর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন ?’