এইদিন ওয়েবডেস্ক,কর্ণাটক,১৭ মার্চ : আধুনিক ভারতে মাদ্রাসার প্রয়োজন নেই,শীঘ্রই রাজ্যের সব মাদ্রাসা বন্ধ করা হবে বলে মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । বৃহস্পতিবার তিনি কর্ণাটকের বেলাগাভির শিবাজি মহারাজ গার্ডেনে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় বলেন, ‘আসাম সরকার মাদ্রাসা শিক্ষায় লাগাম টানতে প্রস্তুত । আমাদের সরকার ইতিমধ্যেই আসামের ৬০০ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে । বাকি মাদ্রাসাগুলোও বন্ধ করার পরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন করা হবে । আমাদের মাদ্রাসা দরকার নেই,আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চাই । আমাদের ইঞ্জিনিয়ার ও ডাক্তার দরকার ।’ পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আসামের এদেশের সভ্যতা,সংস্কৃতির জন্য ‘হুমকি’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ।
হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ‘কংগ্রেসীরা কেবল বাবরি মসজিদের কথা বলছে, রাম মন্দিরের কথা নয়। জনগণের উচিত মুঘলদের মতো কংগ্রেসীদের সঠিক পাঠ শেখানো এবং তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার ।’ তিনি বলেন,’আসাম সহ সমগ্র উত্তর ভারত কখনই আওরঙ্গজেবের শাসনাধীনে আসেনি । যাই হোক,কমিউনিস্ট লেখকরা এনিয়ে বিকৃত ইতিহাস তৈরি করেছেন যে সমগ্র ভারত আওরঙ্গজেবের অধীনে ছিল । তবে তারা যা প্রকাশ করেননি তা হল শিবাজি মহারাজ আওরঙ্গজেবের চেয়ে ১০ গুণ বেশি সক্ষম যোদ্ধা ছিলেন ।’।