প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ মার্চ : রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিল একটি যাত্রীবাহী বাস । এই দূর্ঘটনায় জখম হয়েছে ১২ জন বাসযাত্রী । সোমবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ফাগুপুর মোড়ে কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে । স্থানীয় বাসিন্দারা বাসের মধ্যে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে । পরে পুলিশ গিয়ে আহতদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । আহতদের মধ্যে কয়েকজনকে বর্ধমানের একটি বেসরকারি নাসিংহোমে ভর্তি করা হয়েছে । পুলিশ বাস ও ডাম্পারটা আটক করেছে ।
জানা গেছে,এদিন বরাকর-কৃষ্ণনগর রুটের একটি যাত্রীবাহী বেসরকারি বাস কৃষ্ণনগর মুখে যাচ্ছিল । ভিড়ে ঠাসা বাসটি ফাগুপুর মোড়ের কাছে আসতেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা দেয় । বাসের সামনের বাম দিকের অংশটি কার্যত তুবড়ে যায় ।
দেখুন ভিডিও 👇
স্থানীয় একটি চায়ের দোকানের মালিক সেখ মতিয়ার বলেন,’দূর্ঘটনার পর যাত্রীদের আর্ত চিৎকারে আমি ছুটে যাই । বাসের দরজা খুলে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করি । কিন্তু দরজ দুটি সেঁটে যাওয়ায় খুলতে পারিনি । পরে আরও লোকজন ছুটে এসে যাত্রীদের বাস চালকের চেয়ারের পাশের দরজা ও জানালা দিয়ে বের করে । দূর্ঘটনার অনেক পরে আসে পুলিশ ।’ বাসযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাস চালক বেপরোয়া গতিতে বাস চালানোর জন্যই এই দূর্ঘটনাটি ঘটেছে ।।