দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ মার্চ : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার গ্রামে নরেশপুর ৫৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির ভবন তৈরি হয়েছিল এমএসডিপি তহবিলের টাকায় । ২০১৩ – ১৪ অর্থবর্ষে ভবনটি নির্মান করেছিল ভাতার পঞ্চায়েত সমিতি । কিন্তু সামিনা বেগম চৌধুরী নামে এক মহিলা দাবি করেন তাঁর পৈতৃক জায়গার একাংশের উপর জোর করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মান করা হয়েছে । তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন । অবশেষে আদালতের নির্দেশে বৃহস্পতিবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির দখল নিলেন ওই মহিলা ।
এদিন সাড়ে এগারোটা নাগাদ ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী ও বর্ধমান আদালতের প্রতিনিধিদের উপস্থিতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরে তালা ঝুলিয়ে চলে যান সামিনা বেগম চৌধুরী । অবশ্য তার আগে পুলিশের কথামত চেয়ার টেবিল, বাসনপত্র, চাল ডাল সহ যাবতীয় মালপত্র বের করে নেন কেন্দ্রের কর্মী বীনা হাজরা ও তাঁর সহায়িকা । বীনাদেবী জানান,বর্তমানে শিশু ও প্রসূতি মিলে কেন্দ্রে ৭৬ জন উপভোক্তা রয়েছে । ফলে শিশুদের শিক্ষা ও প্রসূতিদের পরিষেবা এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে ।
জানা গেছে,সামিনা বেগম চৌধুরীর বাপের বাড়ি এরুয়ার গ্রামে,শ্বশুরবাড়ি কাটোয়া শহরে।বাপের বাড়ির ভিটের ঠিক পাশেই রয়েছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি । সামিনা বেগম চৌধুরীর কথায়,’তাঁর মা আজিজা বেগম ২০১৫ সালে ওই জায়গাটি তার নামে রেজিস্ট্রি করে দিয়েছিল । কিন্তু জোর করে সেখানে ঘর নির্মাণ করা হয়েছিল । তখন শেখ লালু ওরফে জিয়ার মহম্মদ এবং ভাতারের বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ তুলে মামলা করেছিলেন তিনি । আদালত ২০১৯ সালে তার পক্ষে রায় দিয়েছিল । কিন্তু তখন ঘরের দখল নেওয়া সম্ভব হয়নি । এরপর তিনি ফের রিট পিটিশন করলে আদালতের নির্দেশ ক্রমে এদিন ওই ঘরের দখল নিতে সক্ষম হন ।
দেখুন ভিডিও 👇
অন্যদিকে জিয়ার মহম্মদ এবং ভাতারের বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারী ওই মহিলার বিরুদ্ধে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ তুলেছেন । জিয়ার মহম্মদের দাবি,ওই মহিলার মা আজিজা চৌধুরীর কাছে আমি ৭২ হাজার টাকা দিয়ে দু’কাঠা জায়গা কিনেছিলাম । কিন্তু তখন রেজেস্ট্রি হয়নি । তারপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মানের জন্য আমি জায়গাটি ছেড়ে দিই । ওই মহিলা তখন মেনেও নিয়েছিলেন । কিন্তু পরে জানতে পারি উনি নাকি আদালতে মামলা দায়ের করেছেন । বিধায়ক মানগোবিন্দ অধিকারীর অভিযোগ, টাকা নিয়েও জিয়ার মহম্মদের সঙ্গে প্রতারণা করেছেন ওই মহিলা ।।