এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ ফেব্রুয়ারী : তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা । নতুন নামকরণ করা হয়েছে “যুগা ল্যাবস নিউজ”(YUGA LABS NEWS) । এমনকি যুগা ল্যাবসের এনটিএফ নিয়ে কয়েকটি টুইটও করা হয়েছে । তবে হ্যাকাররা টুইটার হ্যান্ডেল, বায়োডাটা এবং ওয়েবসাইটে কোনও পরিবর্তন করেনি । টুইটার হ্যান্ডেলটি এখনও তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বলেই লেখা আছে । তবে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে এনিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি । এমনকি সকাল ১০টা পর্যন্ত তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের নাম পরিবর্তনও করা হয়নি । টুইটার অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে তৃণমূলের বিশেষজ্ঞ দল ।
হ্যাককারী যুগ ল্যাবস একটি আমেরিকান সংস্থা। এই কোম্পানি ব্লকচেইন প্রযুক্তিতে কাজ করে যা এনএফটি এবং ডিজিটাল সংগ্রহের বিকাশ করে। কোম্পানিটি ক্রিপ্টো এবং ডিজিটাল মিডিয়াতেও বিশেষজ্ঞ । এর আগে ২০২২ সালের ডিসেম্বরে তেলেঙ্গানার ওয়াইএসআর কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টও হ্যাক করেছিল তারা । নাম দেওয়া হয়েছিল ‘এনটিএফ মিলিয়নেয়ার’ ।।