এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,২৮ ফেব্রুয়ারী : আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক এবং প্যারিস সেন্ট জার্মেই ক্লাবের খেলোয়াড় লিওনেল মেসিকে ২০২২ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করল ফিফা । সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয় ফিফা পুরস্কার বিতরণী অনুষ্ঠান । ওই অনুষ্ঠানেই মেসির হাতে তুলে দেওয়া হয় সেরা খেলোয়াড়ের খেতাব । মেসি ছাড়াও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড করিম বেনজেমা এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এই পুরস্কারের জন্য অন্য প্রার্থী ছিলেন । কিন্তু কাতার-২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়নশিপে তার অত্যাশ্চর্য পারফরম্যান্সের পরে মেসি দ্বিতীয়বারের মতো বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে সক্ষম হন । এর আগে তিনি ২০১৯ সালে প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছিলেন ।
মেসির পাশাপাশি স্প্যানিশ জাতীয় দলের খেলোয়াড় এবং মহিলা বিভাগে বার্সেলোনা ক্লাবের খেলোয়াড় অ্যালেক্সিয়া পুতলাসকে ২০২২ ফিফা সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয় । পুরুষ বিভাগে সেরা কোচ নির্বাচিত হন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি এবং মহিলাদের বিভাগে ইংল্যান্ড মহিলা জাতীয় দলের কোচ সারিনা উইগম্যান । পুরুষ বিভাগে সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক মার্টিনেজ এবং মহিলাদের বিভাগে ইংল্যান্ড জাতীয় দলের গোলরক্ষক এবং ম্যানচেস্টার ইউনাইটেড মহিলা দলের গোলরক্ষক মেরি আর্পস। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ফুটবলের বিভিন্ন বিভাগে বিশ্বসেরা খেলোয়াড় ও কোচ নির্বাচিত করে আসছে ফিফা ।।