এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান), ১১ মার্চ : পূর্ব বর্ধমানের ভাতারে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল । বৃহস্পতিবার ভাতার বাজারে একটি নবনির্মিত ভবনে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপির পূর্ব বর্ধমান(সদর) জেলা সভাপতি অভিজিৎ তা । ভাতার ব্লকে বিজেপির চারটি জেডপি মন্ডলের নেতৃত্বরা ও বেশ কিছু কর্মী সমর্থক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
বিজেপির জেলা সভাপতি জানিয়েছেন,আগামী বিধানসভা নির্বাচনের সময় এই নতুন কার্যালয় থেকেই ভাতার বিধানসভা এলাকার নির্বাচন সম্পর্কীয় যাবতীয় কাজ পরিচালনা করা হবে । ভাতার বিধানসভার পাশাপাশি বর্ধমান-দূর্গাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রেই বিজেপি জয়লাভ করবে বলে এদিন তিনি দাবি করেন ।
পাশাপাশি তৃণমূলের ‘খেলা হবে’ শ্লোগান নিয়ে কটাক্ষ করে অভিজিৎবাবু বলেন, ‘খেলা হবে শ্লোগানটা আসলে বাংলাদেশের একটা শ্লোগান । বাংলাদেশ থেকে সব কিছুই আনার চেষ্টা হচ্ছে এখানে । বাংলাদেশের সিনেমা আর্টিস্ট আনা হচ্ছে । বাংলাদেশি জামাত জঙ্গিদের এখানে ঢোকানো হচ্ছে । বাংলাদেশ থেকে বোম ঢোকানো হচ্ছে । তাই শ্লোগানও আনা হচ্ছে । বিজেপি ওসব শ্লোগান মানে না । এখানে খেলাটেলা কিছু হবে না বরঞ্চ পদ্মফুলের মেলা হবে ।’
এদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস ও সংযুক্ত জোটের পক্ষ থেকে ভাতার বিধানসভায় প্রার্থীর নাম ঘোষনা করা হলেও এখনও পর্যন্ত বিজেপির প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি । এবারে ভাতারে শাসকদলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাতার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ মানগোবিন্দ অধিকারী । অন্যদিকে সংযুক্ত জোটের পক্ষ থেকে নজরুল হককে টিকিট দিয়েছে সিপিএম । বিজেপির জেলা সভাপতি জানিয়েছেন,তাঁদের দলের প্রার্থী নির্বাচন নিয়ে কেন্দ্র, রাজ্য,জেলাস্তরের নেতৃত্ব সম্মিলিতভাবে আলোচনা করছেন । যথা সময়ে কেন্দ্র থেকে প্রার্থীদের নাম ঘোষনা করা হবে ।।