এইদিন ওয়েবডেস্ক,নাগপুর,১১ ফেব্রুয়ারী : নাগপুর টেস্ট ম্যাচের তৃতীয় দিনে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারালো ভারত । এই জয়ে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া । প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া এবং দুর্দান্ত হাফ সেঞ্চুরি করা রবীন্দ্র জাদেজা প্রথম টেস্টে জয়ের মূল নায়ক । কিন্তু আম্পায়ারদের অনুমতি ছাড়াই ফোলা আঙুলে মলম লাগানোর জন্য রবীন্দ্র জাদেজাকে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে । এতে কিছুটা হলেও হতাশ ভারতের সমর্থকরা । আসলে নাগপুর টেস্ট ম্যাচের প্রথম দিনের পর, পেসার মোহাম্মদ সিরাজের হাত থেকে ক্রিম নিয়ে জাদেজা তার বাম তর্জনীতে ঘষার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই ভিডিও সামনে আসার পর অস্ট্রেলিয়া অভিযোগ তোলে বলে ক্রিম লাগিয়ে বল টেম্পারিং করেছেন জাদেজা । এরপরেই তাঁকে আইসিসি আচরণবিধির বিধি ২.২০ এর লঙ্ঘনের অভিযোগে জরিমানা করার কথা ঘোষণা করা হয় ।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৭৭ রানে । জবাবি ব্যাটিংয়ে ভারত প্রথম ইনিংসে ৪০০ রান করে । ভারতের হয়ে অধিনায়ক রোহিত শর্মা ১২০, জাদেজা ৭০ এবং অক্ষর প্যাটেল ৮৪ রান করেন । অস্ট্রেলিয়ার সামনে ৩০০ রানের লক্ষ্য রাখে ভারত । কিন্তু অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্মিথ ছাড়া কোনো ব্যাটসম্যান ২০ বা তার বেশি রান করতে পারেনি । অসিরা যে পদ্ধতির সাথে ব্যাটিং করেছে তা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অধিনায়ক স্মিথ ৷ দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ১৭ ফেব্রুয়ারী দিল্লিতে ।অস্ট্রেলিয়া একটি শক্তিশালী একাদশ নিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বলে আশা করা হচ্ছে ।।